যেকোন কাজের শুরু হয় খুব ছোট করে,তবে সকল শুরির সময়েই আমাদের মনের কোনায় এই ছোট জিনিসটাকে বড় করার স্বপ্ন থাকে।আর সেজন্যই আমি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি- স্বপ্নের সাথে কোন ব্যাক্তিকে জড়াতে নেই।
আপনি যখনই আপনার বাইরে কোন ব্যাক্তিকে বা কোন ইস্যুকে জড়িয়ে ফেলবেন,তখন ঐ পারিপার্শ্বিক ব্যাপারগুলি স্মুথ না চললে আপনার স্বপ্ন পুরনে বাঁধার সৃষ্টি হবে।
নিজে স্বপ্ন দেখুন।
কাজ করতে শুরু করুন।
যত কঠিন অবস্থায় আসুক না কেন শুধু নিজেকে বোঝান এবং লেগে থাকুন।
আপনাকে কেউ বুঝবে এই আশা ছেড়ে দিন।
আপনার লেখা গল্প,আপনার লেখা চিত্রনাট্য এখানে কেউ আপনার মত করে পরিশ্রমের পরের রাস্তাটা জানবেনা,তাই তারা পাশে থাকবেনা এটাই স্বাভাবিক।
একান্তই কেউ পাশে থাকলে তাকে আগলে রাখুন।
কখনোই এমন নির্ভরতায় আবদ্ধ হবেন না যে, তার অনুপস্থিতি তে আপনি শুন্য।