যে কোন কিছুতেই সফল হতে হলে যে পথ পাড়ি দিতে হয় তা কখনোই মসৃণ থাকে না। তাই সফলতার দিকে একটি দীর্ঘ পথ প্রত্যাবর্তনের জন্য ইতিবাচক চিন্তা করা জরুরী। একজন উদ্যোক্তা হিসেবে যদি আপনি সব কিছুকে ইতিবাচক দৃষ্টিভাঙ্গিতে চিন্তা করতে পারেন তাহলে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌছঁতে পারবেন।
সফল হওয়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করা: আপনি যদি সাফল্য পেতে চান তাহলে আপনাকে দীর্ঘ পথ হাঁটতে হবে এবং আপনার অধিক চেষ্টার বিনিময়েই আপনি সাফল্যকে আকড়ে ধরতে পারবেন। আপনি কঠোর পরিশ্রমের বিনিময়ে ও আপনার প্রতিভার জোরেই একজন সফল ব্যক্তিত্ব হয়ে উঠতে পারবেন।এক্ষেত্রে ধৈর্য্য একটি বড় ব্যাপার হয়ে দাঁড়াবে।
তাই আপনাকে সবসময় আপনার চিন্তা ধারা সৃজনশীল রাখতে হবে এবং আপনি যাতে সহজেই ব্যবসায় সফলতা আনতে পারেন সেই উপায় সমূহ বের করতে হবে। তাছাড়া সময়ের সাথে সাথে আপনার সৃজনশীল ধারণা গুলোর উন্নয়ন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করে সাফল্যময় ব্যক্তিত্ব হয়ে উঠবেন?
উত্তর জানতে পরের কন্টেন্টে চোখ রাখবেন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE