ব্যর্থতার ভয়টাই জীবনে ব্যার্থ হবার বড় কারন- ব্যার্থতার কারনসমুহ (পর্ব ০৫)

 
অতিরিক্ত ব্যর্থতার ভয় মানুষকে কাজ শুরুই করতে দেয় না। অতিরিক্ত ব্যর্থতার ভয়ের কারণে মানুষ জীবনে অনেক সুযোগ নষ্ট করে ফেলে। কারণ তারা চেষ্টাই করে না। এটা হল সবচেয়ে বড় ব্যর্থতা। চেষ্টা করলে হয়তো সাফল্যের সম্ভাবনা ১০%, আর ব্যর্থতার ভয় পেয়ে পিছিয়ে গেলে ব্যর্থতার সম্ভাবনা ১০০%।
এ প্রসঙ্গে রবার্ট এফ কেনেডির একটি উক্তি হল, “যারা বড় ব্যর্থতাকে ভয় পায় না, একমাত্র তারাই বড় সাফল্য পায়”
যদি জীবনে বড় সাফল্য চান, তবে ব্যর্থ হওয়ার ভয় করবেন না। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাই হল ব্যর্থতার ভয়। এটা ভেতর থেকে মানুষকে চরম আকারে দুর্বল করে ফেলে। এই ভয় কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি সাফল্যের পথে সবচেয়ে বড় পদক্ষেপটি নেবেন।বড় সাফল্যের পথে মাঝে মাঝে হোঁচট খেতেই হয়। কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না।
একবার ব্যর্থ হয়ে থেমে যাওয়া মানেই আসলে ব্যর্থতা। ব্যর্থতা না মেনে নিয়ে যতক্ষণ এগিয়ে চলবেন – ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা থাকবে। হোঁচট খাওয়ার ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই জীবনে ব্যর্থ হবেন না।
ব্যর্থতাকে কখনওই ভুলের শাস্তি হিসেবে দেখবেন না। এটাকে সামনে এগুনোর শিক্ষা হিসেবে দেখুন। ব্যর্থ হওয়ার পর দ্বিগুণ উ‌ৎসাহে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *