ঝুঁকি নিতে মারাত্বক ভয় পাওয়া-
যে কোনও ব্যাপারেই হিসাব করে সিদ্ধান্ত নেয়া উচিৎ। না ভেবেচিন্তে কোনও কিছু করলে অনেক সময়েই বিপদ ঘটে। হুট করে ঝুঁকি নেয়া উচিৎ নয়। কিন্তু যাঁরা অতিরিক্ত নিরাপদ থাকতে চান, এবং একটু ঝুঁকি দেখলেই কোনও কিছু থেকে পিছিয়ে আসেন – তাঁরাও বেশিরভাগ সময়ে ব্যর্থ হন।
যদি সত্যিই বড় ধরনের সাফল্য পেতে হয়, তবে আর সবার মত হলে চলবে না। স্রোতের বিপরীতে চলার সাহস রাখতে হবে। ঝুঁকি নেয়ার মানসিকতা থাকতে হবে। সবাই যে পথে চলছে, সে পথে চললে সবাই যেখানে পৌঁছাবে – আপনিও সেখানে পৌঁছাবেন।
মানুষ কি বলবে – এটা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দেবেন না। বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় ঝুঁকি নিতেই হয়। আজ যারা আপনাকে নিয়ে কথা বলবে, কাল সাফল্য পেলে তারাই আপনার প্রশংসা করবে। স্বপ্ন পূরণের জন্য যদি প্রচলিত ধারার বাইরে যেতেই হয়, তবে সেই ঝুঁকিটুকু নিন। হাল না ছেড়ে এগিয়ে গেলে দিনশেষে আপনিই বিজয়ী হবেন।