ব্লগ কিভাবে তৈরি করতে হয়? কি কি লাগবে এই ব্লগ বানাতে?

আপনি যখন কোন ব্লগ তৈরি করতে চাইবেন তখন সবার আগে নিদির্ষ্ট করে নিতে হয় কি বিষয়ে ব্লগ তৈরি করা হবে
এবং তার বর্তমান,ভবিষ্যৎ চিন্তা করতে হবে এবং সেই ব্লগ কিভাবে সবার কাছে গ্রহন যোগ্য হবে?তাই প্রথমে ব্লগ
এর বিষয় ঠিক করতে হবে তারপর ব্লগটি খুলতে হবে।
চলুন জেনে নিই বিষয় নির্বাচন সম্পর্কে একটুখানি-
কোন ব্লগ প্রকাশের পূর্বে অবশ্যই তার বিষয় বস্তু ছাড়া ব্লগ এর নাম দেওয়া যায় না। আর নামের সাথে
ব্লগের বিষয় বস্তুর অমিল থাকলে তা কখনোই মানুষের কাছে গ্রহনযোগ্য হয় না।
এখন আপনি যদি মোবাইল সম্পর্কিত কোন ব্লগ খোলেন এবং তাতে কম্পিউটার এবং আরো অন্যান
বিষয় যোগ করেন তবে তা আপনার ব্লগ এর উপর খারাপ প্রভাব ফেলবে।
তাই ব্লগের নামের সাথে বিষয় বস্তুর অবশ্যই মিল থাতে হবে।
যেমন আমারব্লগ এর সংক্ষিপ্ত নাম ictcreation এখানে ICT এর মানে হলো Information Communication Technology বুঝানো হয়েছে।
যার অর্থ হলো এখানে আপনি আই টি বেইজ সকল কিছুই পাবেন এবং যা আছে সহজ ভাবে এবং সম্পূর্ন বাংলায়।
আর স্লোগান হলো Active Knowledge is power
আর আমরা এখানে বাংলায় নানান বিষয়ের উপর বিভিন্ন পোষ্ট করে থাকি।সুতরাং একটি ব্লগের বিষয় বস্তুই দিতে
পারে একটি ব্লগের নাম। যেহেতু বর্তমানে ব্লগের নিদির্ষ্ট সুন্দর নাম পাওয়া খুবই কঠিন তাই সর্বদা চেষ্টা করবেন ছোট এবং সবার থেকে একটু আলাদা নাম খুজতে।
সেটা ফ্রী ডোমেইন এ হোক আর কিনা ডোমেইন এ হোক।
এবারে দেখি ব্লগ তৈরি করতে কি লাগে?
প্রথমে যে বিষয়টি খেয়ার রাখতে হবে একটি ব্লগ তৈরি করতে অবশ্যই একটি ইমেইল অ্যাড্রেস লাগবে।যা দিয়ে আপনি আপনার সখের ব্লগটি খুলতে পাবেন।
এবারে দেখি কিভাবে ব্লগ তৈরি করতে হয়?
বর্তমান বিশ্বে অনেক ওয়েব সাইট আছে যারা ব্লগ খুলতে সহায়তা করে এবং তাও আবার ফ্রী ডোমেইন এ। তবে আপনি টাকা দিয়ে তাদের কাছ থেকে ডোমেনও কিনতে পারেন বা বাহির থেকে ডোমেইন কিনে তাদের সাথে যুক্ত করতে পারেন।
এই রকম কিছু সাইট হলো: blogger.com
wordpress.com
blog.com ইত্যাদি।
এই সাইট গুলো অত্যান্ত জনপ্রিয়।
তবে আপনি যদি আমাকে সাজেষ্ট করতে বলেন কোথাই ব্লগ খুলবেন তবে আমি বলবো blogger.com এ
কারন এটি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন google.com এর তাই আপনি আনেক সুযোগ সুবিধা পাবেন।
তবে wordpress.com কিন্তু blogger.com এর চেয়ে কম নয়।
আপনারা যদি উপরে আলোচিত ব্লগ সাইট গুলির সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *