আমাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব চিন্তা, ভাবনা,মতামত,রয়েছে আলাদা আলাদা দৃষ্টি ভঙ্গী ।আমরা চাই সেই অনুভূতি গুলি অন্যদের সাথে প্রকাশ করতে।
ইন্টারনেট হল নিজের অনুভূতি বা ভাবনা চিন্তা গুলো প্রকাশের অন্যতম একটা মাধ্যম ।
একটা উদাহারন দিয়ে বলি–
বাস্তব জগতে হয়ত একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি খুবই পরিচিত বা সন্মানিত। কিন্তু বিশাল এই ভার্চুয়াল জগতে তাঁর কোন অস্তিস্ত নেই ।
ইন্টারনেট দুনিয়ার তার কোন বিচরণ নেই ।
তার পরিচিতি বা কাজকর্ম গুলো শুধু মাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের মাঝে সীমাবন্ধ। অথচ, পৃথিবীর ৫০ % এর বেশি মানুষ এখন এই ইন্টারনেট এর বিশাল জগতে বিচরণ করে।
তাদের রয়েছে নিজেদের আলাদা একটা জগত।
নিজের মতামত বা চিন্তা ভাবনা , অনুভূতি বা টুকিটাকি লেখা প্রকাশের জন্য রয়েছে নিজের একটা স্বাধীন প্লাটফরম।
এখন কথা হল কিভাবে নিজের আলাদা একটা জগত বা স্বাধীন প্লাটফরম তৈরি করবেন?
ব্লগ সাইট কি?
ব্লগ বা ওয়েবসাইট এর সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোন থেকে ভিন্ন ভিন্ন ।
এর বিশালতার কোন সীমা পরিসীমা নেই ।
খুব ছোট ও ব্যক্তিগত পর্যায়ে ব্লগ ওয়েবসাইট হল নিজের একটা স্বাধীন প্লাটফরম যেখানে বিভিন্ন বিষয়ে আপনার চিন্তা- ভাবনা যা আপনি শেয়ার করেন না কেন সব কিছু জমা থাকবে। এবং এটা সমস্ত পৃথিবীর কাছে উন্মুক্ত। যে কেউ আপনাকে খুজে পাবে।
আপনার লেখা ভাবনা চিন্তা যা আপনি প্রকাশ করেন না কেন
সব নিমিষেই পাওয়া যাবে।
এবং পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোনো দেশের লোক আপনার শেয়ার করা বিষয় গুলো পড়তে পারবে যা দ্বারা তারা তাদের বিভিন্ন উপকারে লাগাতে পারবে।
আমার তো একটা ফেসবুক আইডি আছে , যেখানে আমি নিয়মিত আমার লেখা বা কথা, ছবি যা ইচ্ছে প্রকাশ করি।
তাহলে কেন শুধু এত কাহিনী করে ব্লগ/ ওয়েবসাইট খুলতে যাবো?
আপনার ফেসবুক আইডি সম্পর্কে আপনি নিশ্চিত করে বলতে পারেন না ,এইটা কালকে বন্ধ হয়ে যাবে না? বা হ্যাক হয়ে যাবে না।
যাই শেয়ার করছেন না কেন?
এইটা আপনার প্রোফাইল এ টিউন হচ্ছে ঠিকই, কিন্তু সেই আইডি টি নষ্ট বা ব্যান হয়ে গেলে
এত সব টিউন/ স্ট্যাটাস বা ছবি সব একবারে চিরতরে হারিয়ে যাবে ।
আবার নুতুন করে নুতন আইডি করতে হবে।
আর ফেসবুকে আপনার শেয়ার করা কন্টেন্ট( সব এক সাথে মিলিয়ে) শুধু মাত্র আপনার বন্ধুদের মাঝে সীমাবদ্ধ।
সব চেয়ে বড় কথা এইটা কিন্তু ব্লগ বা ওয়েবসাইট এর পূর্ণ সংজ্ঞা নয়
ফেসবুক বা এই জাতীয় অন্যান্য সামাজিক মাধ্যম গুলো নিজেরাই এক একটা ওয়েবসাইট ।
এবং বলতে গেলে আমরা ফেসবুকে ( মার্ক যাকারবাগ) এর ওয়েবসাইট এ আমাদের ভাবনা চিন্তা/ স্ট্যাটাস গুলো প্রকাশ করছি ।
এজন্য এখন আমাদের প্রয়োজন নিজের একটা আলাদা স্বাধীন প্লাটফরম বা ব্লগ/ ওয়েবসাইট।