বড় হতে চাওয়া দোষের কিছু নয়, খুব দ্রুত অনেক পরিবর্তন করতে যাওয়াটা খারাপ হবার জন্য যথেষ্ঠ

বিজনেস করতে যেয়ে আমি একটা জিনিস শিখেছি- Don’t Try to get rich fast .Just allow the process.
আপনি খুব দ্রুতই সবকিছু করতে চেয়েন না, বিশাল বাড়ি কিনবো কিংবা গাডি কিংবা বিশাল অফিস করবো অথবা বিশাল বড় অনুষ্ঠান করে অফিস উদ্ভোদন করবো,অথবা আমার প্রতিষ্ঠানের বিরাট ডেকোরেশন করবো এমন চিন্তা থেকে সরে আসুন।
Keep remember that- আপনি যদি খুব দ্রুত উপরে উঠতে চান,তাহলে একবার পড়ে গেলে উঠে দাঁড়ানোটা কঠিন।কেননা- যারা খুব দ্রুত বড় হতে চাই,তাদের পড়ে যাওয়াটা হয় খুব কঠিন (if they fall, they fall very hard)
Remember that, Always Dream Big, think Big but do that progressively, allow the process, stick to your basic & improve yourself as a hole organization.
যারা ছোট ছোট করে চিন্তা করে আগাতে জানে,তারাই একসময় বড় হয়ে যায়।আর সবচেয়ে বড় কথা হাল ছেড়ে না দেওয়া,যেটাই শুরু করবেন- সেটার শেষ পর্যন্ত চেষ্টা করুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *