ভাইভা নিচ্ছি প্রায় ১৩ বছর।বিভিন্ন প্রতিষ্ঠানের ভাইভা বোর্ডে থেকেছি।কিছু কমন ব্যাপার আমি পেয়েছি।
১. Time Management Knowledge জিরো।
২. সিভিটা প্রফেশনাল থাকেনা।
৩. জব টাইটেল আর ডেস্ক্রিপশন না দেখে এপ্লাই করে।
৪. অনলাইন নিয়োগে পুরো পোস্ট পড়েনা তাই আবেদন কিভাবে করবে সেটাতেও ভুল।
৫. সিভিতে যা লেখা থাকে,বাস্তবে তা পারেনা।
৬. স্কিল আর চাহিদার মধ্যে ফারাক আকাশ ও পাতাল থাকে।
৭. Communication skill খুবই বাজে।
এইগুলা খুবই কমন সমস্যা পেয়েছি আমি ক্যান্ডিডেট দের মাঝে আর এরপরেও দেশের লোকে বলে- চাকুরী নেই।
আসলে সত্যটা হলো- স্কিলড কারো জব নেই এমন হয়না। যারা স্কিলড তাদের কাজের অভাব নেই।তাদের জন্য কোম্পানিরা চাকুরী নিয়ে অপেক্ষা করে।
যারা চাকুরী পান না বলে চিল্লান,তারা দয়া করে নিজে একটা কোম্পানির মালিক হয়ে নিবেন কল্পনায় এবং সেখানে নিজের মত স্কিল্পড কাউকে কত টাকা বেতন হলে রাখতেন,সেটা ভেবে নিজেকে উত্তর করবেন।
যদি আপনি সৎ থেকে উত্তর দিয়ে বের করতে পারেন যে আপনার স্যালারি ৫০,০০০/- হওয়া উচিত।তাহলে সেটাই আপনার স্যালারি হবে আর ঐ বেতনেই আপনি চাকুরী পাবেন নিশ্চিত থাকেন।
আজ সকালে একটা জব পোস্ট করেছি – ফুল টাইম এবং অফিস জব।সেখানে সবার কমেন্ট হলো- বাসায় বসে করা যাবে কিনা?
ইনবক্সে বলে সিভি কোথায় দিব?
কি কাজ করতে হবে?
আরেহ ভাই,এই কমন ব্যাপারগুলা যদি না জানেন আর এই ম্যানারগুলা যদি না থাকে আপনার মাঝে, তাহলে চাকুরী আসলে কি দেখে দিবে?
একটা কোম্পানির CEO কে আপনি সরাসরি টেক্সট করতে পারেন কিনা এই ম্যানার টা জানতে হবে।
চাকুরীটা আপনার রেজাল্ট দেখে হয়না।আপনার স্কিল আর ব্যবহার ও সাধারন নলেজ দেখে হয়।সবার আগে আপনার ব্যবহারটাই ইম্প্রেশন ক্যারি করে।