ভাইয়া পার ডে কত ডলার এড দেয়া ভালো হবে? পার ডলারে কত ম্যাসেজ আসবে?

ক্লায়েন্ট- ভাইয়া, ওমুক আপনাকে রেফার করেছে,উনি আপনাকে দিয়ে বূষ্ট করান।আমিও আপনাকে দিয়ে একটা এড রান করাতে চাই।
আমি- জ্বী (আগে সালাম বিনিময় করি), আমার দেয়া এই লিংক থেকে ভিডিও দুইটি আগে দেখুন।এরপরে প্রশ্ন থাকলে আমাকে জানান।
ক্লায়েন্ট- ভাইয়া পার ডে কত ডলার এড দেয়া ভালো হবে? পার ডলারে কত ম্যাসেজ আসবে?
আমি- যদিও এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই সহজে,তাই ভিডিও তে সব বলা তবুও আপনার জিজ্ঞাসার কারনে বুঝলাম যে,আপনিও আর ৫ জনের মত না পড়েই আবার প্রশ্ন করছেন (মনে মনে বলি)।
এই প্রশ্ন প্রতিনিয়ত ই আমাকে করা হয়-হয়তো আরাে অনেকেই এই প্রশ্ন করতে চাইছেন কিংবা করতে চেয়েছেন কিন্তু সাহস হয়ে ওঠেনাই।সাহস না হলে ভালো কথা।কারন এর সহজ কোন উত্তর আমার কাছে নাই,এইজন্য আমি একটু বিস্তারিত বলেছি ভিডিও তে (কমেন্টে লিংক দিয়ে দিব) তবুও জিজ্ঞাস করেন তাই আজকে একটা কন্টেন্ট আবার রেডি করে দিলাম।
সত্যি বলতে, আমি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি না।কারণ এটা কোন উত্তর নেই-
আনুমানিক অনুপাতেও আমি বিশ্বাসী না-কারণ অনুমান করা যায়না সব বিষয়ে।আর অনুমান করে কথা বলা কিংবা ভবিষ্যৎ অগ্রীম বলা আমার পছন্দ না,আমি রকেট সায়েন্সে বিশ্বাসী না।আমি বুঝি নিয়মিত কাজ ও লজিক্যাল উপায়ে কাজ।
একটা এডস ক্যাম্পেইনের রেজাল্ট মুলত অনেক গুলি বিষয়ের উপরে নির্ভর করে।আমি গতকাল তিনটা পোষ্টে সেগুলা আলোচনা করেছিলাম কিন্তু স্ট্যাট বেইজ পোষ্টে অনেকেই বোঝেন নি বলে আমি আজকে আরো সংক্ষেপে বলে দিচ্ছি।নোট রাখুন এবন এটি মেনে চলুন।
যে সকল বিষয় খেয়াল করে ফেসবুক রোবট, একটি এড ক্যাম্পেইন থেকে ভালো মন্দ নির্নয় করে প্রমোট করে সেগুলি দেখে নিই-
ফেসবুক পেজের প্রফেশনাল সেটআপ
টেক্সট কন্টেন্ট
গ্রাফিক্স কন্টেন্ট
পন্যের কোয়ালিটি
পন্যের ইমেজ কোয়ালিটি
মার্কেট চাহিদা অনুযায়ী পন্যের দাম
পেজের নিয়মিত এক্টিভিটি
অডিয়েন্স এনগেজমেন্ট ও সিলেকশন
মেসেজ কনভারসন এর এক্টিভিটি
কাষ্টমার হ্যান্ডেলিং টেকনিক
পেজের দ্বায়িত্বরত এডমিনের একটিভিটি
আমরা এগুলির দিকে ফোকাস না করেই, আজ একটা পেজ খুলে কালই সেটার জন্য বুষ্ট দিতে ওস্তাদ।এমন হলে হাজার ওস্তাদ পরিবর্তন করেও ফলাফল পাবেন না।যা পাবেন- “সেটা হলো, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে” এমন অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *