ভাবনায় যখন এফ কমার্স। পর্ব-০৭

এফ কমার্সে এফিলিয়েট মার্কেটিং এর ভূমিকা।

💜 প্রথমেই জানতে হবে এফিলিয়েট মার্কেটিং কি?

উত্তর: আমি তথাকথিত বই এর ভাষায় বলতে চাই না।
আমি ম্যাক্সিমাম টাইমে সব কিছুকে আমামার ধারনায় কেমন সেই অনুযায়ী বলতে ও বোঝাতে চেষ্টা করি।

🎁 ধরুন Sabrin Rahman আপুর একটি অনলাইন শপ আছে যার নাম Home Cuisine, উনি ঐখানে হোম মেড খাবার তৈরি করে সেল করেন।

উনি সৌভিক ভাই কে একটি কেক সেল করার সময় একটি কোড পাঠালেন এবং লিখে দিলেন বা জানিয়ে দিলেন যে ভাইয়া আপনাকে দেয়া কোড টা কেউ যদি ব্যাবহার করে আমার কাছে কেক অর্ডার করে তাহলে আপনার পরের অর্ডারে ১০০ টাকা ছাড় অথবা ১০০ টাকা ক্যাশ ব্যাক অফার।

এই জিনিস টাকে এফিলিয়েট মার্কেটিং বলে।
মানে কোন কোড বা কুপনের মাধ্যমে পন্য কেনা কাটা করার একটা প্রসেস।

* এখন প্রশ্ন হলো এটা করে লাভ কি?
উত্তর: ধরুন Ferdus Aktar আপু তার Rowshans Gallery পেইজ থেকে একটা শাড়ি সেল করে ৩০০ টাকা লাভ করেছেন।
এই ব্যাপার টা কতজন জানে?
একজন
তিনি হলেন আপু।
আর ওনার পেজে শাড়ি পাওয়া যায় এটা কত জন জানে?
যিনি কিনেছেন উনি আর আপু।
মাত্র দুই জন।

কিন্তু উনি যদি এমন করেন যে Madhurjo Marshad আপুকে শাড়িটা পার্সেল করে একটা কুপন কোড দিয়ে লিখে দেন যে আপু আপনাকে দেয়া কোড দিয়ে কেউ পন্য ক্রয় করলে আপনার পরবর্তী অর্ডারে থাকছে ১০০ টাকা ছাড়।
অথবা ১০০ টাকা ক্যাশব্যাক অফার।

এবার মজা টা দেখুন মোর্শেদ আপু কিন্তু স্বাভাবিক ভাবেই ব্যাপার টা আরো কিছু মানুষ কে জানাচ্ছে।
কেউ কিনুক বা না কিনুক জানতে তো পারছে।
আপনার পেজের লিংক ও যাচ্ছে মানুষের কাছে অনেক।

কি কি উপকার হচ্ছে দেখে আসি-

* এতে অটোমেটিক আপনার পেজের লাইক ও রিচ বেড়ে যাবে।

* ভাবছেন লস হচ্ছে মানে লাভের অংক কমে যাচ্ছে।
কিন্তু ভাবুন ১০০০ টাকা সেল করে ৩০০ টাকা লাভ করছেন, আবার ২০০০ টাকা সেল করলে হচ্ছে ৩০০*২-১০০=৫০০ টাকা।
আসলে বাড়লো নাকি কমলো?

* একজন যদি ১০ জন কে লিংক দেয় তাহলে ১০ জন দিচ্ছে ১০০ জন কে।
ভেবেছেন?

* সেল বেশি মানে পরিচিতি ও বেশি।
আর পরিচিতি মানেই ব্রান্ডিং।

কেমন লাগলো জানাবেন সবাই।
ব্যাস্ততার জন্য দেরি হলো পোষ্টে।

শুভ কামনা সবার জন্য।

সৌভিক
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার / ICT CARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *