ভাবনায় যখন এফ কমার্স। পর্ব-০৮

টপিক- লগো প্রেজেন্টেশন এর গুরুত্ব।

লগো কি জিনিস সে সম্পর্কে আমরা ইতিমধ্যে আমার সাত পর্বের লগো সংক্রান্ত পোষ্ট থেকে বুঝেছি তাই আজকে আলোচনা করছি এফ কমার্সে লগোর প্রেজেন্টেশন কতটা গুরুত্ব বহন করে।

যে কারন গুলি আপনাকে পিছিয়ে দিচ্ছে প্রতিনিয়ত।

১. ম্যাক্সিমাম এফ-কমার্স উদ্যোক্তার লগো সঠিক নেই।অনেকেই হয়তো অল্প টাকায় কিংবা ফ্রীতে একটা লগো অথবা গুগল থেকে ডাউনলোড করা কোন ছবিতে মোবাইল দিয়ে লিখে ব্যাবসা করছেন এটা মোটেও কল্যাণকর নয় কেননা জোড়াতালি দিয়ে হুট করে হয়তো সফলতা আসতে পারে কিন্তু সেটি ধরে রাখা সম্ভব নয়।

২. আপনি পন্য সেল করছেন নাকি ব্রান্ড?
আপনাকে আগে ভাবতে হবে আপনি পন্য সেল করছেন না আপনি সেল করছেন ব্রান্ড।
কেননা আজ যিনি শুধু থ্রী পিস নিয়ে ব্যাবসা করছেন,ওনার ব্যাবসা বড় হলে উনি শাড়ি সেল করবেন শিউর।
তাহলে কি আমি কি আমার এই থ্রী পিস কে চিন্তা করে কাজ করবো নাকি ব্রান্ড?

৩. আপনি কন্টেন্ট বানাচ্ছেন না অথচ একটা সেল পোষ্ট রেডি করে বিজ্ঞাপন দিচ্ছেন সব সময় তাহলে আলাদা করে কন্টেন্ট রাইটার পেশা এলো কেন?
ভালো করে কন্টেন্ট লিখে বুঝতে চেষ্টা করুন পেজে কি ধরনের মানুষ আছে।
গ্রাহক চাহিদা বুঝে কাজ করুন সফলতা আসবে।

৪. পন্যের ব্রান্ডিং এর জন্য শপিং ব্যাগ,লেভেল,স্টিকার এগুলি বড় ভূমিকা রাখে তাই লগো তৈরির সময় ই এগুলি ডিজাইনে কেমন হবে সেটি খেয়াল রাখুন।

৫. ম্যাক্সিমাম পেজেই লগো সম্বলিত ফেসবুক পেজের কভার ব্যানার নেই যা আপনার ব্যাবসা কে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে।
কেননা আমরা জানি আগে রুপধারি পরে গুন বিচারি।
আমাদের চোখে আগে ভালোলাগা কাজ করতে হবে তারপর তো পেজে যাবো।

বাকী অংশ ছবির সাথে ক্যাপশনে।

আজকের পোষ্ট সম্পর্কে বিস্তারিত বুঝতে অবশ্যই ছবিতে থাকা ক্যাপশন গুলি পড়তে হবে।তবেই বুঝবেন ভালো ভাবে।

সৌভিক
ফাউন্ডার এন্ড সি ই ও – আই সি টি কেয়ায় এন্ড ইজি সদাই /ICT CARE & Easysodai

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *