Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
টপিক- একটি ফেসবুক পেজের মাধ্যমে ব্যাবসা শুরুর আগে যা যা করনীয় -০১
আমরা অনেকেই এখন জানি ফেসবুক পেজ কি আর কীভাবে এই ফেসবুক পেজের সাহায্যে ব্যাবসা করা যায়।
কীভাবে ই বা শুরু করা যায় নিজের উদ্যোক্তা জীবনের।
আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ফেসবুক পেজ থেকে ব্যাবসা শুরুর আগে কি কি করনীয়।
গতকালের পোষ্টে বলেছিলাম একজন উদ্যোক্তার কি কি গুনাবলি থাকা দরকার।
একেবারেই প্রথমেই যা আসে তা হলো ক্রিয়েটভিটি আর সেই আলোকে যদি আমরা চিন্তা করি তাহলে সবার আগে আমাদের ভাবতে হবে একটি ব্যাবসা শুরুর আগেই যে নাম কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে।
আমাদের সকলের মাথায় রাখতে হবে পন্য কখনো বিক্রি হয় না।
বিক্রি হয় ব্রান্ড।
পরিচয় বহন করে নাম এবং মানুষ নাম কে মনে রাখে চেহারার সাথে।
আমরা এই বাস্তব ব্যাপার টা কেই যদি আমাদের স্বপ্নের সাথে মেলায় তাহলেই বুঝবেন একই সাথে নাম ও লগো টি কতটা গুরুত্বপূর্ন।
উদাহরন-১:
জনাব শাহীন সাহেব চিন্তা করলেন উনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি হোম ডেলিভারি করবেন,আর আস্তে আস্তে ব্যাবসা কে অনেকটা ডিপার্টমেন্টাল ষ্টোরের মত করবেন।
এজন্য উনি প্রথমেই একটি নাম পছন্দ করলেন যার নাম “চাহিদা”
দেখুন নামটি কতটা যুক্তিযুক্ত।
ওনার পন্য গুলি আমাদের নিত্যদিনের চাহিদা আর তাই আমাদের সকলের মাথায় দ্রুত ই চলে যাবে নাম টা।
এবার উনি যে লগো টা বানিয়ে নিয়েছেন সেটি নামের সাথে কতটা যুক্তিযুক্ত সেটা মেলানোর দ্বায়িত্ব আপনাদের।
উদাহরন-২:
জনাবা Sabrin Rahman আপু কাজ করবেন হোম।মেড ফুড নিয়ে যেখানে প্রাধ্যান্য পাবে বেক করা খাবার গুলি।
যেহেতু উনি কাজ করবেন বাসায় তৈরি খাবার নিয়ে তাই নামের সাথে হোম টা ভালোভাবেই যায়।
এখন এর সাথে থাকা Cuisine এর অর্থ হলো রন্ধনপ্রণালী।
ভাবুন তো নাম টা কতটা যুক্তিযুক্ত।
এবার ভাবুন লগোতে কি বোঝা যাচ্ছে ওনার নাম ও কাজের সংমিশ্রণ?
উদাহরন-৩:
একজন চিন্তা করলেন তিনি হোম ডেলিভারি সার্ভিস দিবেন এবং সেখানে সকল ধরনের পন্য পাবেন।
তাহলে আমরা যদি অনলাইনে এমন সুবিধা পায় তাহলে আনাদের সাধারন মানুষের জন্য জীবন কি সহজ হয়ে গেল না?
আর আমাদের কেনাকাটার ধরন ও কি সহজ হয়ে গেল।
এই কনসেপ্ট থেকে উনি নাম রাখলেন ইজি সদাই।
এখন আসলো লগো এর ব্যাপার টা।
ডিপার্টমেন্টাল ষ্টোরে আমরা নিজেরা ঢুকেই আগে একটা ট্রলি নিয়ে নিই আর সকল পন্য কেনা শেষে আমরা ব্যাগে করে নিয়ে আসি।
এই কনসেপ্ট টা কে অবলম্বন করেই এসে ইজিসদাই এর লগো।
উপরের তিনটি উদাহরন আলোচনা করার পরে এটা নিশ্চয় আমাদের মাথায় আসছে কিছুটা হলেও যে ব্যাবসা শুরু করার প্রথম ধাপ হলো –
ব্যাবসার প্রোডাক্ট সার্ভিস অনুযায়ী নামকরন ও সেটার জন্য লগো বানানো।
সকল উদ্যোক্তার জন্য শুভ কামনা রইলো।
আর ডি এস বি এর কাছে অশেষ কৃতজ্ঞতা আনার পক্ষ থেকে কেননা ডি এস বি আমায় লেখার একটা প্ল্যাটফর্ম দিয়েছে সেই সাথে দিয়েছে শেখার নতুন আগ্রহ।
সৌভিক
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার /ICT CARE