Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
আমরা ব্যাবসা অনেকেই করতে চাই আবার উদ্যোক্তা ও অনেকেই হতে চাই।
ডি এস বি তে কেন আছেন?
এই উদ্যোক্তা হবার আগে একটু লেখাপড়া করবেন বলেই তো।
তাহলে আর পোষ্ট বড় দেখলে ভয় কেন পাচ্ছেন?
আসুন আজ একটু দেখে নিই এফ-কমার্সের শুরুটা কীভাবে করবো?
আমি আমার একটা পোষ্টে উল্লেখ করেছিলাম যে আমাদের ব্যাবসার তিনটি মেইন বেইজমেন্ট কি অথবা তিনটি প্রধান ক্যাপিটাল কি।
আজ আবার রিপিট করছি নাম গুলি-
💜 নাম
💜 লগো
💜 ডোমেইন
এই তিনটি হলো আপনার মুল ক্যাপিটাল।
এবার আলোচনা করি আমাদের শুরু কীভাবে করা উচিত-
1 সর্ব প্রথম আমাদের একটি সুন্দর নাম নির্বাচন করে সেই নামে ফেসবুক পেইজ খুলতে হবে।
2 ফেসবুকে পেইজ অনেকেই খুলতে পারেন ইভেন সবাই কিন্তু ব্যাবসায়িক উদ্দেশ্যে কি পেইজ খুলতে পারেন? না পারলে কমেন্ট করবেন আমি একটা পোষ্ট করে দিব।
3 পেইজ খোলা হলে এবার একটা লগো বানাতে হবে।
যেটা হবে ইউনিক এবং আকর্ষনীয়।
এই ব্যাপারে আমার লগো নিয়ে করা পোষ্ট গুলি দেখতে পারেন।
4 পেজ খোলা শেষ এবার পেইজ টা কে গোছাতে হবে।
অবশ্যই পেজের কভার ইমেজের একটা সাইজ আছে, কোন প্রফেশনাল ডিজাইনারের কাছ থেকে ঐ মাপ অনুযায়ী আপনার লগো কে প্রেজেন্ট করুন যেন সকলের চোখে আপনার পেজে ঢুকেই লগো টা পড়ে।
5 এবার নজর দিন ফেসবুক পেইজের কভার ইমেজ বা ব্যানারে।
এইটা সুন্দর ও আকর্ষনীয় হয় না বলেই আপপনার পেজ বুষ্টিং করলেও লাইক কমেন্ট আসে না।তাই অবশ্যই আপনাকে এমন একটা ব্যানার বা কভার ইমেজ বানাতে হবে যেন আপনার ব্যাবসা কি নিয়ে সেটা সহজেই বোঝা যায় ইভেন ব্যাবসার ক্লিয়ার ইনফরমেশন যেন সেখানে থাকে।
6 এবার আসুন ডেসক্রিপশন বক্সে, এখানে ২৫৫ ক্যারেক্টার এর মধ্যে আপনার ব্যাবসার উদ্দেশ্য কে বা পেজের কাজ কে তুলে ধরুন।
তাই এই ব্যাপারে একজন আর্টিকেল রাইটার বা এক্সপার্টের সাহায্য নেন।
7 এবার আসুন পিন টু টপ পোষ্টে। এই পোষ্টে আপনার ব্যাবসা ও তার অর্ডার নিয়ম কানুন ও রিটার্ন পলিসি নিয়ে লিখে রাখুন যেন পেজে আসলেই সবার চোখে আগেগে পড়ে।
বি:দ্র: আমি নিচে দেয়া ছবি গুলিতে এককটা পেইজ কে কীভাবে সাজাবেন সেই ব্যাপারে একটু ধারনা দেবার জন্য কিছু ছবি সংযোজন করেছি।
আর মনে রাখবেন বাঘ যত শক্তিশালি ই হোক না কেন হাল চাষে কিন্তু গরু ই লাগে।
তার যে সেক্টরে যার পদচারনা সেই সেক্টরের জন্য তার সাহায্য নেন।
শুভ কামনা সবার জন্য
সৌভিক
ফাউন্ডার এন্ড সি ই ও – আই সি টি কেয়ার/ICT CARE