মাত্র ২ ঘন্টা বদলে দিতে পারে সম্পূর্ণ জীবনের চাকা।
অন্যদের চেয়ে ১ ঘন্টা আগে ঘুমালে এবং ১ ঘন্টা আগে উঠলে কি কি সুবিধা পাবেন ভেবে দেখেছেন কখনো?
প্রতিদিন এক্সট্রা ২ টা ঘন্টা পাবেন,মানে সপ্তাহে ১৪ ঘন্টা আর মাসে ৬০ ঘন্টা,বছরে ৭২০-৭৩০ ঘন্টা পাবেন এক্সট্রা।
ফজরের নামাজের পরে কাজ শুরু করলে ঐ সময়ে কোন ডেস্ট্রাকশন আসেনা,ঐ সময়ে কোন ফোন কল হয়না,চাইলেই নির্বিঘ্নে কাজ করতে পারবেন।
যেকোন একটা বিষয় ঠিক করে নিন নিজের জন্য।যেকোন একটা,অনেক না।আপনি ঐ বিষয়ে এই সময়টা কাজে লাগান।একটা বছর,আপনার ইনকাম দরকার নেই।ভাবুন, আমি একটা বছর নিজেকে আর নিজের স্কিল ডেভলপমেন্ট করতে সময় দিলাম।
এক বছর পরে আপনার অবস্থান কোথায় যায় শুধু তখন দেখবেন।যদি আপনি স্কিলড হন কোন একটা বিষয়ে,তাহলে সফলতা আপনাকে ঐ জায়গা থেকে টেনে বের করে এনে আপনার গলার মালা হয়ে থাকবে।
Newsletter Updates
Enter your email address below and subscribe to our newsletter