মাত্র ৮ টা অভ্যাস আপনাকে বদলে দিবে আজীবনের জন্য

মাত্র ৮ টা অভ্যাস আপনাকে বদলে দিবে আজীবনের জন্য আর ব্যাক্তিজীবন ও ক্যারিয়ারেও করে তুলবে সফল।
যারা নিজের আর ক্যারিয়ারের পরিবর্তন করতে চান সত্যিকার অর্থে,তাদের জন্যই এই পোস্ট টা-
আজ থেকে ৬ মাস আগের আমি আর বর্তমানের এই আমিতে যে পার্থক্য সবাই দেখতে পান সেগুলি আমি যেভাবে করেছি,সেটাই মুলত এখানে বোঝানোর চেষ্টা করছি-
১. জীবনকে Simple & Minimal করে রাখতে হবে।
অনেকেই এখানে গুবলেট পাকিয়ে ফেলেন।আমি খুব সহজে বলার চেষ্টা করছি-
Simplicity – it’s about focusing on what matters.
Minimalism – it’s about having less.
২. নিজের চারিপাশের কাজের পরিবেশটা নিজেকেই ঠিক করে নিতে হবে।নিজের ডেস্ক টা সাজানো আর ক্লিন করার মধ্যেই এই ব্যাপারটা নিহিত না।এখানে আরও লক্ষ্যনীয় হলো-
– আপনি কি ধরনের মানুষের আইডি বা পেইজকে ফলো করছেন।
– কাদের সাথে আপনার চলাফেরা হচ্ছে নিয়মিত।
– আপনি সোশ্যাল মিডিয়াতে কোন কোন জায়গার ঐ নোটিফিকেশন গুলা এলাউ করছেন।
– কোন জায়গায় বেশি টাইম দিচ্ছেন।
এগুলা সবই সমানভাবে আপনার কাজে ইমপ্যাক্ট ফেলে।
৩. Use to do list.
এমন অনেকেই আছেন,যারা কাজ করেন কিন্তু কোন To do list থাকেনা।আর To do list থাকলেও প্রপার ভাবে ফলো করা হয়না।আমি এই To do list এর ২য় স্টেপে ছিলাম মানে ফলো করতাম না, সেটাই কেবল ঠিক করতে চেয়েছি।
– একটা নন নেগোশিয়েবল To do list বনিয়েছি মানে যেখানে কোন প্রকার কম্প্রোমাইজ করিনা।
– সকালে ১০ টার আগে ইনবক্স চেক করিনা।
– রাতে ১০ টার পরে পুর্নাঙ্গ ম্যাসেজ ছাড়া চেক করিনা।
– নিয়মিত ২ ঘন্টা জানা-শোনা ও পড়ার পিছনে ব্যয় করা।
৪. ৮০/২০ রুলস ফলো করা।
সাম্প্রতিক সময়ে আমি অনেকগুলি কন্টেন্টে এইটার Glimpse রেখেছি।অনেকেই ভেবেছেন কেন আমি এত ক্লায়েন্ট নিয়ে পড়লাম।
– আমি এখন জানি যে, আমার-আপনার ব্যবসায়ের ৮০% প্রফিট আসে মুলত ২০% কাস্টোমারের কাছ থেকেই তাই সেদিকে ফোকাস বেশি করা।
– ২০% অভ্যাস মুলত ৮০% কাজ করে দেয় তাই আমি ঐ ২০% অভ্যাস কে চেঞ্জ করেছি।
– ২০% একশন মুলত ৮০% এর আউটপুট দেয়।আমি ঐ জায়গাগুলিকে ফাইন্ড আউট করে কাজ করেছি।
আপনারা যারা এই ৮০/২০ রুলস বোঝেন না তারা কমেন্টে আমার দেয়া লিংক টা পড়তে পারেন।আমার লেখা কন্টেন্ট আছে।
৫. Rules + Discipline = Freedom.
– সকালে কোন মিটিং রাখিনা ১০ টার আগে।
– কাজের প্রাধান্য বুঝে ও ক্লায়েন্টের আগ্রহ বুঝে তাকে প্রাধান্য দেবার চেষ্টা করি।
– যেসকল ক্লায়েন্ট নিয়ম না মেনে চলেন,তাদেরকে নিয়ে মাথা ঘামাই না।
– ৩ ঘন্টা আমি মারাত্বক লেভেলের ডিপ ওয়ার্ক করি।
৬. Plan for next day.
– রাতে ঘুমানোর আগে মুলত পরের দিনের গুরুত্বপূর্ণ ৫ টা কাজের তালিকা তৈরি করে ফেলি।
– আগামীকালের বিজয় কিন্তু আজকের প্ল্যানিং থেকে আসবে,এটাকে বিশ্বাস করতে শিখেছি।
Clarity before bed = Momentum at dawn.
৭. Health > Everything.
এই ব্যাপারটা বুঝতে আমার ১৪ বছর লেগে গেছে।এই জায়গা নিয়ে কাজ করতে শুরু করেছি।লাস্ট ১৪ বছর ধরে যে সকল ক্ষতি করেছি সেটাকে ১৪ মাসে ঠিক করার জন্যই কাজটা করছি।
কারন হলো-
Your most important asset is your body.
Healthy founders build healthy business.
৮. ধোকা থেকে বের হয়েছি।
– অতীত আমার হাতে নেই তাই সেটা থেকে শিক্ষা নিলেও আর সেখানে বসবাসের সুযোগ নেই।
– ভবিষ্যৎ আমাদের সবার জন্যই অনিশ্চিত তাই সেটা নিয়ে অনেক বেশি ভাবা যাবেনা।
– বর্তমানকে প্রাধান্য নিয়ে সেটাকে উপভোগ করার চেষ্টা করি।
– সার্কেল কে ছোট করেছি আর যারা আমার খোঁজ রাখে তাদের খোঁজ রাখার চেষ্টা করছি আর বাকি সব বাদ দিয়েছি।
নিজেকে লাস্ট এক বছরে সেইসবকিছুই দিতে পেরেছি যা যা আমি চেয়েছি,আলহামদুলিল্লাহ।
Your words become your reality.chose them with intention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *