মার্কেটিং নিয়ে সবার মাঝে যে জিনিসের সবচেয়ে বড় অভাব দেখা যায় সেগুলি হলো- ১. জ্ঞান ২. জানার আগ্রহ ৩. ধৈর্য্য আমরা ভেবে নিই,আজকে কাজ শুরু করলাম মানে,কাল থেকে ইনকাম আসা শুরু হবে।বিজনেস বলেন আর ক্যারিয়ার বলেন,সফলতা এইভাবে আসবেনা।