পরিমাপ
কার্যকর মার্কেট অ্যানালাইসিস করেছেন কিনা তা বুঝবেন কীভাবে? এই প্রক্রিয়ার শেষ ধাপ হল কোম্পানিকে মার্কেটের বিষয়ে কার্যকর কিছু ইনসাইট দেয়া। নিজের কাজের ফলাফল বিশ্লেষণের বেশ কিছু পদ্ধতি আছে:
-
বিজনেসের ফলাফল: দিনশেষে মার্কেট অ্যানালাইসিস যাতে কোম্পানির নানারকম কাজে ইতিবাচক ভূমিকা রাখে সেটাই হবে আপনার মূল লক্ষ্য। মার্কেটিং ক্যাম্পেইন কিংবা পণ্য বাজারে আনা ও বিক্রির হারের পরিবর্তন দেখে অ্যানালাইসিসের কার্যকারিতা বুঝতে পারবেন।
-
গুণগত প্রতিক্রিয়া: সার্ভের মাধ্যমে আপনার অ্যানালাইসিসের গুণগত দিকগুলি সম্পর্কে সবার মতামত জানতে পারবেন। প্রতিটি অ্যানালাইসিস কতটা কার্যকর হয়েছে, কোন বিষয়গুলি ভাল হয়েছে, তা জানার সুযোগ তৈরি হবে।
মার্কেটের অবস্থা বুঝে কার্যকর সিদ্ধান্ত নেয়ার জন্য মার্কেট অ্যানালাইসিস অসাধারণ একটা উপায়। এই ধাপগুলি অনুসরণ করে মার্কেট অ্যানালাইসিসের প্রাথমিক ধারণা পাবেন, পাশাপাশি মার্কেটে প্রচলিত নানা ট্রেন্ডের ওপর ভিত্তি করে একটা ইনসাইট বানাতে পারবেন।