আমরা অনেক জায়গাতেই শুনে থাকি এই মার্কেট রিসার্স কথাটা।যদিও এটার বাংলাটাকে আমরা সেভাবে গুরিত্ব দিই না,তার কারন হলো উপস্থাপন কৌশল বলেই আমি মনে করি।
যেমন ধরেন,বাজার বলতে আমরা বুঝি- আলু,আদা,পেঁয়াজ রসুনের খসখসে ঝাঁজ আর স্যাঁতসেঁতে ভাব।আর গবেষণা মানেই হলো- সাদা এপ্রোন পরে টেস্টটিউব হাতে করে চখে চশমা পরে দাঁড়িয়ে খুব গম্ভীর হয়ে যাওয়া।
এদিকে মার্কেট মানেই একটা আভিজাত্যপূর্ণ ব্যাপার চলে আসে।যাহোক, আপনি মার্কেট রিসার্স আর বাজার গবেষণা যেটাই বলেন না কেন,আপনি যদি কোন বিষয় নিয়ে কাজ করতে চান,তাহলে আপনাকে অবশ্যই ঐ বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।আর এই দক্ষতা অর্জন কিভাবে করবেন?
মার্কেট রিসার্স করেই সেটা অর্জন করা সম্ভব।
মার্কেট রিসার্স বলতে মুলত,কোন বিষয় সম্পর্কে নতুনভাবে জানাকে বোঝায়।তবে এই কাজ যারা করতে চান তাদেরকে আমি বলবো, প্রথমেই দুইটি বিষয় পরিষ্কার হয়ে নিবেন-
কী জানতে চাই?
কী কারনে জানতে চাই?
এই দুইটি প্রশ্নের উত্তর জানা থাকলে আপনার রিসার্স করাটা খুব কাজে দিবে এবং ফলপ্রসু হবে,আর যদি এই দুইটা বিষয় না জানলে আপনি আসলে সাগরের পানিতে সুঁচ খুঁজে বেড়াচ্ছেন টাইপের হয়ে যাবে।