পর্ব- ০৪
ভিশন বোর্ড বানাবেন যেভাবে (পর্ব- ০২)
২. নিজের ভিশন বা স্বপ্নকে স্পষ্টভাবে বুঝতে সময় নিন
ভিশন বোর্ড বানানোর আগে নিজের ভিশন বা স্বপ্নকে ভালোভাবে বুঝতে কিছুটা সময় নিন। কেন বানাচ্ছেন এই ভিশন বোর্ড?
নিজের স্বপ্নের বিষয়ে যতটা সম্ভব স্পষ্ট ধারণা রাখুন। এই ধাপে তাড়াহুড়া করবেন না। ভিশন বোর্ডের ভিত্তি এই ধাপটি। ভিশন বোর্ড বানাতে গেলে অনেক কিছুই আরো পরিষ্কার হবে।
ভিশন বোর্ড বানানোর সময় টিভি দেখা বা পরিবারের কোনো সদস্যের সাথে কথা না বলাই ভালো। এতে আপনার মনোযোগ নষ্ট হবে। এই সময়টায় আপনাকে সচেতন থাকতে হবে। লিখে রাখলে যদি আপনার সুবিধা হয় তাহলে একটি জার্নালে ভিশন বোর্ডের নানা খুঁটিনাটি দিক লিখে রাখতে পারেন।
৩। আপনার ভিশনকে তুলে ধরে এমন ছবি বা জিনিসপত্র খুঁজে বের করুন
এই ধাপে পৌঁছানোর আগে আপনার উপকরণ সংগ্রহ করা শেষ হয়ে যাওয়ার কথা। এখন বোর্ডে এই উপকরণগুলি সাজানোর পালা। বোর্ডে লাগানোর জন্য কিছু সুন্দর উক্তি খুঁজে বের করুন। এই উক্তিগুলি প্রিন্ট করতে পারেন আবার সুন্দর কলম বা মার্কার দিয়ে হাতে লিখে বোর্ডে লাগাতে পারেন।
লক্ষ্যের সাথে সম্পর্কিত কোনো স্মৃতি আছে আপনার? যদি থাকে, তাহলে সেটিও বোর্ডে রাখতে পারেন। নানারকম কাপড়ের টুকরাও লাগাতে পারেন বোর্ডে। অথবা, আপনার লক্ষ্যের সাথে মিলে এমন কোনো গাছের শাখা, পাতা কিংবা ফুলও বোর্ডে রাখতে পারেন। যেমন, বোর্ডে কিছু পাতা রাখলে তা আপনাকে প্রকৃতির সান্নিধ্যে আরো বেশি সময় কাটানোর কথা মনে করিয়ে দিতে পারে।