পর্ব- ০৩
ভিশন বোর্ড বানাবেন যেভাবে (পর্ব- ০১)
১. সব উপকরণ সংগ্রহ করুন
ভিশন বোর্ড বানাতে আপনার নানা রকম উপকরণের দরকার হবে। কিছু কিছু ক্ষেত্রে হাতে থাকা জিনিসপত্র দিয়েই কাজ চালানো যাবে। কিন্তু কয়েকটি নির্দিষ্ট উপকরণ থাকা এক্ষেত্রে বেশ জরুরি।
যেমন, বেজ বা ভিত্তি হিসেবে ব্যবহারের জন্য আপনার একটা বোর্ড লাগবে। নানা রকম বোর্ড ব্যবহার করতে পারেন, যেমন:
• তারের বোর্ড
• হোয়াইট বোর্ড
• ফ্রিজের জন্য ম্যাগনেটিক বোর্ড
• কর্কবোর্ড
বাসায় পড়ে থাকা একটা কার্ডবোর্ড বাক্স থেকে বড় টুকরা কেটে নিয়েও ভিশন বোর্ড বানাতে পারেন। কিংবা বড় একটা পোস্টার বোর্ডও কিনতে পারেন।
.
বোর্ডে লাগানোর জন্য আপনার নানা রকম ছবি ও জিনিসপত্রের দরকার হবে। এগুলি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারেন, যেমন:
• পুরোনো ম্যাগাজিন ও ক্যাটালগ
• অনলাইন ছবির প্রিন্ট
• পুরোনো ছবি
• পোস্টকার্ড
ছবি বা জিনিসপত্রকে বেজ বা বোর্ডের সাথে লাগানোর জন্য কিছু একটা দরকার হবে। এক্ষেত্রে যা হাতের কাছে পাবেন তা ব্যবহার করতে পারেন। আবার বাজার থেকে কিনেও নিতে পারেন পছন্দমতো।
পিন ও ক্লিপ বেশ ভালো কাজ করে। গ্লুস্টিক বা টেপও চমৎকার এই কাজের জন্য। আর ম্যাগনেটিক বোর্ড ব্যবহার করলে ছোট ছোট ম্যাগনেট দরকার হবে। ছবি কেটে নিতে কাঁচির দরকার হবে।
এছাড়াও কলম, মার্কার, রঙ, স্টিকার দরকার হবে।