পর্ব- ০১
বিষয়- ভিশন বোর্ড কী? একটা ভিশন বোর্ডে কী কী থাকা দরকার?
ব্যক্তিগত জীবনে হোক কিংবা ক্যারিয়ারে, কী করতে চান, কিভাবে করা উচিত কিংবা কখন করা উচিত আর কোথায় করা উচিত, সে সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে, লক্ষ্য অর্জনে কাজ করাটা কঠিন হয়ে যায়। ঠিক এখানেই একটি ভিশন বোর্ড আপনার কাজে আসবে।
ভিশন বোর্ড কী?
ভিশন বোর্ডে নানা রকম ছবি ও জিনিস এমনভাবে সাজানো থাকে যা আপনাকে নিজের লক্ষ্য বা স্বপ্ন পূরণের পথ দেখিয়ে দেয়। এই বোর্ড হাতে বানাতে পারেন, আবার ডিজিটাল ভাবেও বানাতে পারেন।
স্বপ্নের মতো জীবন কল্পনা করতে সাহায্য করবে এই ধরনের ভিশন বোর্ড। একইভাবে পেশাগত জীবনের নানা লক্ষ্য পূরণের জন্যও আপনি আলাদা ভিশন বোর্ড বানাতে পারেন।
একটা ভিশন বোর্ডে কী কী থাকা দরকার?
শেষ কবে কোনো ছবি দেখে আপনি কিছু অনুভব করেছিলেন? সেটা হতে পারে ভালো লাগা, দুঃখ বা অনুপ্রেরণা অনুভব করা। ওই অনুভূতির সাথে কি আপনার মূল্যবোধের মিল খুঁজে পান? ভিশন বোর্ডেও এমন কিছু থাকতে হবে যা আপনার মূল্যবোধের সাথে মিলবে।
ভিশন বোর্ডে আপনার স্বপ্নের সাথে সম্পর্কিত বিভিন্ন উক্তি থাকতে পারে। এগুলি:
• হাতে লেখা হতে পারে
• প্রিন্ট করে বোর্ডে লাগিয়ে রাখা যেতে পারে
• ক্যালিগ্রাফিতে আঁকা হতে পারে
• পুরোনো শার্ট বা জামা থেকে কেটে বোর্ডে লাগানো যেতে পারে
এছাড়াও সুন্দর স্মৃতি জড়িয়ে আছে এমন নানা জিনিস ভিশন বোর্ডে রাখতে পারেন।