মোবাইলের পারফরম্যান্স ভালো রাখতে জানুন এই গুলির বিস্তারিত

Shamima Sultana

আপুর সারা দিন কাটছে মোবাইলের সঠিক ব্যাবহার শিখতে যেয়ে,এদিকে এটার জন্য বেশ মজা নিচ্ছে

Shanzida Afrin Kanta

আপু।

সেটা দেখে
Nadira Rahman Dipu

আপু বললো ঐ কান্তা আপা তুমি কি জানো যে লাইভ ওয়ালপেপার আর উইজেটস কি জিনিস?

Ferdousi Akhter

আপু জানালেন সৌভিক ভাই তো ব্যাখা দেন নাই তাই বুঝেছি কম আর আজ ব্যাখ্যা দিলেই বুঝে যাবো।

লাইভ ওয়ালপেপার ও উইজেটস ব্যবহার এড়িয়ে চলুন
অনেকেই ফোনকে সুন্দর দেখাতে হোম স্ক্রিনে বিভিন্ন ধরনের উইজেট (Widgets) ও লাইভ ওয়ালপেপার ব্যবহার করে থাকেন।
তবে এসব উইজেট ও লাইভ ওয়ালপেপার ফোনের স্পিডে প্রভাব ফেলে ও ফোনকে স্লো করে দেয়।
তাই আপনার এন্ড্রয়েড স্মার্টফোনটিতে ভালো স্পিড পেতে চাইলে লাইভ ওয়ালপেপার ও উইজেটস ব্যবহার এড়িয়ে চলুন।
উল্লেখ্য যে, বিভিন্ন ধরনের এন্ড্রয়েড লঞ্চার (Launcher) শুধুমাত্র ফোনের শোভা বাড়ায় আর নতুন ফাংশনালিটি যুক্ত করে।
এসব অ্যাপ সাধারণত আপনার ফোনের স্পিড বাড়ায়না। তাই চেষ্টা করুন ফোনের সাথে ডিফল্টভাবে থাকা লঞ্চারটি ব্যবহার করতে।
 ডাটা সেভার মোড ব্যবহার করুন
ফোনে আপনি যে ব্রাউজার ব্যবহার করেন, সেটির ডাটা সেভার মোড অন করে দিন। এক্ষেত্রে ওয়েবসাইটগুলো দ্রত
লোড হবে এবং ভালো স্পিড পাবেন। তবে এতে আপনার ব্রাউজিং কোয়ালিটির অবনতি হতে পারে।
একই সাথে আপনার ইন্টারনেট খরচ ও অপটিমাইজ হবে।
 ওয়াইফাই কানেকশন অপটিমাইজ করুন
অনেকসময় দুর্বল ওয়াইফাই কানেকশনে কানেক্টেড থাকার দরুণ ফোন স্লো হয়ে যায়।
তাই ওয়াইফাই ডিসকানেকট করে আপনার ফোনের স্পিড পরীক্ষা করে এটি নিশ্চিত করুন
যে আপনি ওয়াইফাইজনিত কারণে ফোন স্লো হওয়ার মত সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা।
এমন অবস্থায় আপনার ওয়াইফাই কানেকশন কে রিসেট দিয়ে ও দেখতে পারেন।
 অটো-সিনক বন্ধ করে দিন
Auto-Sync চালু রাখলে ফোনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন এক্টিভিটি চালু থাকে, যার ফলে ফোন কিছুটা স্লো হয়ে যায়।
আপনার ফোনেও যদি অটো সিনক চালু থাকে, তবে সেটি বন্ধ করে দিন। উল্লেখ্য যে, অটো সিনক বন্ধ
করে দিলে আপনি সদ্য আসা মেইলগুলো সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। এছাড়াও অটো ক্লাউড সিনক ও বন্ধ হয়ে যাবে।
Abida Khan Shompa

আপু হঠাত সবাই কে বললেন যাও যাও এবার কাজে নেমে পড়ো।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *