আমাদের অনেকেরই এই কমপ্লেইন- আমার মোবাইল স্লো,আমার মোবাইলে স্পেস নাই।আমি কাজ করতে পারছিনা।এর আগেও আমি মোবাইলের ক্যাশ ও ডাটা ক্লিন করা নিয়ে কন্টেন্ট দিয়েছিলাম। কিন্তু অনেকেই বুঝতে পারেননি তাই আমি আজ আবার ছবি সহ দিচ্ছি।
অনেক মোবাইলে প্রি-ইন্সটল (আগে থেকেই যা ইন্সটল করা) ব্লটওয়্যার (আগে থেকেই ইন্সটল করা এপ্সকে এই নামে ডাকে) থাকে যেগুলো আসলে আমাদের জন্য দরকারি না বরং ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ফোন স্লো করে দেয়।
এছাড়াও এই এপসগুলি মোবাইল স্টোরেজের বেশ জায়গাও নষ্ট করে ফেলে, আর সবচেয়ে বড় বিষয়- নানারকম অহেতুক এড এর নোটিফিকেশন আসতেই থাকে,যা মুলত বিব্রতকর।
এমন পরিস্থিতিতে কি করবো?
ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি দেখবেন যে,এইসব এপস আনইন্সটল করা যায়না। এসব এপস যদি আনইন্সটল না হয়, তাহলে এপসের ইনফোতে গিয়ে এপ্লিকেশন টি ডিজেবল করে দিতে পারবেন। আর সেই সাথে স্টোরেজ এ গিয়ে স্টোরেজ ও ক্যাচ ক্লিয়ার করে রাখবেন।
এই কাজটুকু করলেই আর বলবেন না যে,আমার মোবাইল স্লো হয়েছে বা হ্যাং করে।আমি যেমন ৫ বছর ধরে SAMSUNG J7 Prime চালিয়ে এরপরে Vivo V-21 নিয়েছি,এবং আমার দুইটা মোবাইল খুব স্মুথ চলে।কোন প্রকার ঝামেলা ছাড়াই।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রফেশনাল সিভি নিয়ে।
আমার পেজ- ICT CARE এবং অর্জন কুরিয়ার সার্ভিস