মোবাইল ফটোগ্রাফির টিপস

মোবাইলে ছবি তুলে কিভাবে তার সৌন্দর্য বাড়াতে হবে কিংবা কোন এঙ্গেলে ছবি তুলতে পারলে প্রোডাক্ত কে সবার সামনে ভালোভাবে প্রেজেন্ট করা যাবে সেটি নিয়ে সবার অনেক প্রশ্ন পেয়েই আজকের এই পোষ্ট টি।
📌 ছবি তোলার সময় Digital Zoom করা থেকে বিরত থাকুন।
📌 ছবি তোলার পর crop করে জুম করার কাজটি সেরে নিতে পারেন।
📌 মাঝে মাঝে মোবাইলের ব্যাক কভার খুলে নরম টিস্যু দিয়ে হালকা পারফিউম দিয়ে মুছে নিতে পারেন, খেয়াল রাখতে হবে ক্যামেরার আশে পাশে যেন ময়লা না থাকে।
📌 যেকোন ছবি র্পযাপ্ত আলোর মধ্যে তোলার চেষ্টা করুন।
📌 ভোর ও গোধুলীর আলোকে গুরুত্ব দিন।
📌 আপনার মোবাইল এর ক্যামেরার সকল অপশন সর্ম্পকে ভালো ভাবে জেনে নিন আগে ।
📌 Blur Effect মানইে যে ভালো ফটোগ্রাফি তা কিন্তু না। চেষ্টা করুন সিচুয়েশন বুঝে ব্লার ইফেক্ট ব্যাবহার করুন।
📌 সবসময় একরকম সাবজক্টেরে ছবি না তুলে বিভিন্ন এঙ্গেলে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন সাবজক্টে এর ছবি তুলুন। এতে অভিজ্ঞতা বাড়বে।
📌 সচারাচর মোবাইলরে ফ্ল্যাশ ব্যবহার করা বাদ দিন। অন্য কোন আলোর র্সোস খুজে বরে করুন।
📌 আলোর সঠিক ব্যাবহার পেতে শোলা দিয়ে নিতে পারেন উপরে ও পাশে।
📌 মোবাইল ক্যামেরায় ছবি এডিট করে বিভিন্ন ফিলতার ব্যাবহার করে ছবিকে আকর্ষনীয় করা যায় তাই বলে কালার চেঞ্জ করে ফেলবেন না।
📌 অনেকেই ভাবেন ছবিতে লাইট বাড়াতে হবে এটাই মুল কথা, মুল ব্যাপার হল এডিট করে লাইট বাড়ানো যায় তাই ফ্রেমিং সঠিক করুন।
📌 ফ্রেমিং সঠিক বলতে দেখবেন, পুরো অংশ তাই যেন সেইম কালার আসে।মানে এক পাশে লাইট আছে আবার একপাশ অন্ধকার এমন না হয়।
📌ভ্যাসলিনের সাথে হালকা লাল। নীল, বেগুনি রঙ ক্যামেরার দুইপাশে হালকা করে লাগিয়ে মজার কিছু ইফেক্ট তৈরি করতে পারেন।
📌 মোবাইলের জন্য ট্রাইপড পাওয়া যায় সেটি ব্যাবহার করুন, এতে করে কেঁপে যাবে না হাত এবং ছবি ঝাপসা হবে না।
আজকের পর্বের অংশ টুকু নোট করে রাখুন।আবার লিখবো কোন এক পর্বে।
আমার পরিচয়?
জানেন আপনারা
আমার কাজ?
আপনার জন্য লগো তৈরি, আপনার ফেসবুক পেজ ডেকোরেশন ও ডোমেইন-হোষ্টিং নিয়ে।
Founder & CEO- ICT CARE & Easysodai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *