বিভিন্ন গ্রুপে একটিভ থাকা, পেজ আর গ্রুপ মেইনটেইন করা, ফটোগ্রাফি করা, কন্টেন্ট রাইটিং করা, ভিডিও করা, ব্রান্ডিং করা, মিট আপ করতে যাওয়া, প্রোডাক্ট সোর্সিং, ডেলিভারি দেওয়া, ফিডব্যাক নেওয়া সব কাজই কি একা করা যায়?
মোবাইল ফোন, হ্যাঁ ঠিকই শুনেছেন।এই মোবাইল ফোন জিনিসটাকে আমরা ইদানিং এতটাই প্রাধান্য দিয়েছি যে, পাশে বসে থাকা মানূষটির চেয়েও মোবাইলের মুল্য বেশি।
এখন হয়তো বুঝিনা কিংবা বুঝতে চাই কম,কিন্তু সময় কিংবা মানুষকে হারালেই বুঝে যাবেন এই অবস্থার ফলাফল।
মনে রাখবেন- টেকনোলজি মানূষের সৃষ্টি, মানুষ টেকনোলজির সৃষ্টি না।
সারাদিন একই কাজের খপ্পরে পড়ে কি হবে? কাজ ভাগ করে নিয়ে কাজ করতে শিখুন।