আমরা শুরুতেই জিততে চাই,এটা খারাপ বলবোনা বাট খুব ভালো কাজও না।শুরুতে জিততে চান,সমস্যা নাই।সমস্যা হলো আমরা এর বিকল্প কিছু চিন্তা করতে পারিনা।অনেকেই বলতে পারেন,জয়ের বিকল্প কেন ভাববো?
আমি বিকল্প ভাবতে বলিনি।আমি বলেছি,যখন আমি একটা কাজের শুধুই পজিটিভ দেখবো,তখন আমরা উন্নতির স্পেস টা নষ্ট করে ফেলবো।
ধরুন,আমি একটা প্রপোজাল নিয়ে গেলাম একটা কোম্পানি এর সাথে মিটিং এ।আমি ভেবেই নিলাম যে,আমিতো কাজটা পাবোই কারন এরচেয়ে বেটার হতেই পারেনা।
হ্যাঁ,এটাকে আপনারা আত্নবিশ্বাস বলতেই পারেন তবে এই টাইপের আত্নবিশ্বাসী মনোভাব আপনাকে আসলে পিছিয়ে দেয়,ব্যাকফুটে দিয়ে দেয়।
ঐ কোম্পানি থেকে আমি রিজেকশন পেলে,হতাশ না হয়ে আমি বরং আমার ভুলগুলি খুঁজে বের করে আরও শক্তভাবে ফিরে আসার লড়াই চালিয়ে যাবো।
এজন্যই বলি,যত বেশি প্রত্যাখ্যান, তত বেশি জেতার সুযোগ ও তৈরি হয়।