যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদের কেউ খুঁজবেনা

” যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদের কেউ খুঁজবেনা”
আজকের পোষ্টটি সবাইকে অনুপ্রানিত করার উদ্দেশ্যেই লেখা,যে শিক্ষাটা আমি ১০০ দিনের চ্যালেঞ্জের ১ম দিনেই পেয়েছি।তাই আজ আমি খুঁজে খুঁজে এমন কিছু পড়েই দিনের শুরু করেছি,ভাবলাম শেয়ার করে রাখি আপনাদের সাথেও।
বিখ্যাত উক্তি মানে কি শুধু বিখ্যাত মানুষদের উক্তি ? এমন বহু বিখ্যাত উক্তি আর বানী আছে – যেগুলো কবে কে দিয়েছে – তার কোনও ইতিহাস নেই – কিন্তু যুগে যুগে সেগুলো মানুষকে অনুপ্রেরণা আর সাহস যুগিয়ে আসছে। বিখ্যাত মনিষীদের পাশাপাশি তাই প্রচলিত প্রবাদ, প্রাচীন নাম না জানা কবির কবিতার লাইন – সবই বিখ্যাত উক্তি সমূহের অংশ বলেই ধরে নেয়া যায়।
০১. “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
– হযরত আলী (রা)
০২. “সত্য কথা বলে শয়তানকে অপমান করো”
– প্রাচীন ইংলিশ প্রবাদ
০৩. “ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
– ক্লাইভ জেমস
০৪. “সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
– নেলসন ম্যান্ডেলা
০৫. “সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)
০৬. “নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”
– নরম্যান ভিনসেন্ট পীল (লেখক, দার্শনিক)
০৭. “যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
– ওয়াল্ট ডিজনি
০৮. “মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”
– আর্নেস্ট হেমিংওয়ে
০৯. “চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”
– ড. এপিজে আব্দুল কালাম
১০. “একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”
– হেনরি জেমস (বিখ্যাত লেখক)
১১. “যে তার পিতামাতাকে সম্মান করে, তার মৃত্যু নেই”
– প্রাচীন গ্রীক প্রবাদ
১২. “ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”
– প্রাচীন গ্রীক প্রবাদ
১৩. “সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”
– সক্রেটিস (গ্রীক দার্শনিক)
১৪. “কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
১৫. “সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
১৬. “লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য
১৭. “অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
১৮. “যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
১৯. “পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”
– ড্যানিশ প্রবাদ
২০. “আলস্য হল শয়তানের বালিশ”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
কেমন লেগেছে এই অনুপ্রেরনার কথা গুলি,সেটা জানাতে কমেন্ট করবেন এবং কোন উক্তি আপনাকে বেশি অনুপ্রাণিত করলো সেটাও জানাবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *