যারা বললেন যে টাকা ছাড়া আগানো যায়না,তাদের আসলে ইনোভেশন নাই।
উদ্যোক্তা হবার সংজ্ঞাটাই আসলে জানেন না।
ক্রিয়েটিভ আইডিয়া থাকলে টাকা দেবার লোকের অভাব হবেনা।
তবে ব্যাবসায়ীদের জন্য হিসাব আলাদা।
আমার লেখা- “অনলাইন উদ্যোক্তার ১০০ দিন” বইতে আমি সবকিছু বিস্তারিত লিখেছি।
বই পড়ার অভ্যাস যাদের নেই তাদের কাছে সফল মানুষদের গল্পকে দেখলে, জানলে বা শুনলে মনেহবে যে এগুলি মোটিভেশনেই মানায় কিন্তু বাস্তবে না।আসলে এই ধারনাটাও ভুল।
পৃথিবীর ১০০% বিলিওনিয়ার দের মধ্যে ৮৫% ই হলেন নিজে নিজে ঐ অবস্থানে গিয়েছেন আর ১৫% মানুষ পৈত্রিক সম্পত্তি হিসাবে সেটাকে পেয়েছেন,এই ১৫% এর মধ্যে আবার ৩% মানুষ সেটাকে ধরে রাখতে পেরেছেন আর বাকিরা সেটাকে বাড়াতে পারেন নি।
কেন জানেন?
উক্ত বিষয়ে সঠিক জ্ঞানের অভাব এবং বই না পড়ার অভ্যাসে নিজেদের অভ্যস্ত করা।
আপনি যদি একটা স্পিচ দেবার সময় পৃথিবীর এই প্রান্ত থেকে ঐ প্রান্তের নিউজ কভার না করতে পারেন তাহলে বলতেই হয় আপনার জ্ঞানের অভাব অনেক।
লেখাপড়ার কোন বিকল্প নেই,এটাকে যে যত সহজে রপ্ত করে নিতে পারবে সে তত দ্রুতই রাস্তা চিনবে।
২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে মাত্র ৬% স্টার্টআপ সফলতার মুখ দেখেছে আর ৯৪% ই ফল করেছে আর তার কারন হলো- যথেষ্ট পরিমাণে কেস স্ট্যাডি করেনি তারা তাদের আইডিয়া নিয়ে।
যারা Self Development রিলেটেড বই পড়া শুরু করেছেন এবং আজাইরা সময় নষ্ট করা বাদ দিয়েছেন,তাদের সাথে ৯৮% মানুষের চিন্তাভাবনার মেলবন্ধন ঘটেনা।
কেন জানেন?
কারন,মাত্র ২% মানুষই সফলতা অর্জন করতে পারে আর বাকিরা শুধুই পোস্ট, স্ট্যাটাস আর লক্ষ্য নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ থাকে আর দিনশেষে বলেন- এসব হয়না,এসব মিলেনা,বলা আর করা কঠিন ইত্যাদি ইত্যাদি।
কমফোর্ট জোনকে ছাড়ুন আর কষ্ট করতে শিখুন।