যারা ভাবছেন- বিজনেস করার জন্য ফেসবুক গ্রুপ উপযুক্ত তাদের মত বোকার স্বর্গে আর কেউ বসবাস করেনা।আমি ২০২০ থেকেই বলে আসছি- ফেসবুক গ্রুপ হলো,শেখার ও কমিউনিটি ডেভলপমেন্ট এর জায়গা।
তাহলে বিজনেস করবো কোথায়?
আপনার ফেসবুক আইডি,আপনার ফেসবুক পেজ ও আপনার ওয়েবসাইটে।এক কথায়- যে জায়গার মালিক আপনি।
ফেসবুক গ্রুপে বিজনেস করতে চাওয়া আর অন্যের জমিতে বাড়ি করে নিজের ভাবা সমান কথা।
আপনি একটা ফেসবুক গ্রুপে কেন থাকবেন তাহলে?
শেখার জন্য- গ্রুপে অনেকেই লিখবে,আপনি শিখবেন সেগুলি পড়ে পড়ে।
কমিউনিটি গ্রো- আপনি গ্রুপে থাকবেন মুলত লেখাপড়া করবেন এবং আপনার লেখাও অন্যরা পড়বে,কমেন্ট করবে।আপনি পরিচিতি পাবেন।
পার্সোনাল ব্রান্ডিং- ভালো কিছু করতে পারলে,পার্সোনাল ব্রান্ডিং হয় খুব ভালোভাবে।আমার চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? আমাকে আমার লেখার জন্যই চিনেন আপনারা।
প্রোডাক্ট ব্রান্ডিং- এটাও হওয়া সম্ভব কিন্তু যারা খুব বেশি মাত্রায় এদিকে ফোকাস করেন,তারা আসলে কখনোই কোন দিকে আগাতে পারবেন না।
নিজের ফেসবুক পেজে মনযোগ দিন।