যেকোন সম্পর্কের বেলায় আমাদের কমন ভুলগুলি

# **✅ যেকোন সম্পর্কের বেলায় আমাদের কমন ভুলগুলি ✅**

সম্পর্ক,এ যেন একটা পাগলের খেলা,বোঝা বড় দ্বায় যে কে কখন কোথায় কিভাবে সম্পর্কে জড়াচ্ছে আবার ভেঙে ফেলছে।এজন্যই আমার এই সিরিজ লেখা।এখন দিচ্ছি এই সিরিজের শেষ পর্ব।

✅** সবার সাথে খাতির করা-**

কিছু কিছু মানুষ নিজের কার্ড কোচিং সেন্টারের লিফলেটের মত করে বিলি করে। নেটওয়ার্ক তৈরি করতে এত সংখ্যায় কার্ড বিলানোর দরকার নাই। আপনি যাকে সাহায্য করতে পারবেন এমন কাউকে খুঁজে বের করুন। ভেবে দেখুন সে আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে কিনা, এরপর নিজের মত কাজ করুন।

নিজে যাকে চান তার সাথেই খাতির করুন। আর লিস্ট ছোট রাখুন, কারণ অনেক মানুষের সাথে একই সঙ্গে ভালো সম্পর্ক রাখা সম্ভব নয়।

**✅ যন্ত্রের উপর বেশি ভরসা করা-**

টুইটারের ফলোয়ার আর ফেইসবুক বন্ধু থাকা ভালো, যদি তাদের নিয়ে কিছু করতে পারেন। তবে সম্ভাবনা আছে যে, আপনার টুইট আর ফেইসবুকের হোম পেইজ আপনার বন্ধুরা খুব কমই দেখে। আসলে এইসব সামাজিক যোগাযোগের মাধ্যমের ভরসা নেই।

এইসব ব্যবস্থার মাধ্যমে যোগাযোগের সূত্রপাত হতে পারে কিন্তু যোগাযোগ রক্ষা করার জন্য আপনাকে কাজ করতেই হবে। সহজে আর আটোম্যাটিক কোন কিছু দিয়ে ফলপ্রসূ যোগাযোগ খুব বেশি দিন করতে পারবেন না।

**✅ উচ্চাকাঙ্খা- **

আপনি যদি অর্থনৈতিক সেবা প্রদান করেন তবে, নাম করা ব্যাংকের সাথে যোগাযোগ থাকলে খুবই ভালো অথবা ধরেন আপনি কম্পিউটারের যন্তাংশ বিক্রি করেন তবে ইন্টেলের মালিকের সাথে যোগাযোগ থাকা যেমন ভালো তেমনি অসম্ভব।

সবচেয়ে ভালো সম্পর্ক থাকে যখন দুই পক্ষেরই লাভ হয়। আপনি ইন্টেল বা নাম করা ব্যাংক কে কিছুই দিতে পারবেন না। আপনার উঁচু লেভেলে কানেকশন দরকার, কিন্তু দুই পক্ষের লাভ ছাড়া যোগাযোগ রক্ষা হবে না। আপনাকে যোগাযোগের জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এমন কাউকে খুঁজুন যাকে আপনি আপনার জ্ঞান, চিন্তা আর আপনার শুভাকাঙ্ক্ষীদের দিয়ে সাহায্য করতে পারবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *