আমরা এমনটাই ভাবি, কিন্তু এইটা মোটেও সত্য নয় বরং যেখানে আমাদের ব্যার্থতা,সেখান থেকেই সবকিছুর শুরু।কেননা,জাতিগত ভাবেই আমাদের একটা ব্যাপার আছে। আর সেটা হলো- আমরা দেয়ালে পিঠ না ঠেকলে কিছুই করতে চাইনা।
জিবনে অনেক কিছুই করা যায় কিন্তু সবার আগে যা করা লাগে, তা হলো- মনোবল তৈরি করতে হয় এবং তারপর এগিয়ে যেতে হয়।