আপনি অনলাইনে বা এফ-কমার্সে বিজনেস করতে চাইলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলেই কাজ করতে হবে।অনেকেই জানতে চান বিধায় আমি আজকে এটার একটা শর্ট নোট নিয়ে দিচ্ছি।
যদি লং টার্ম বিজনেস করতে চান তাহলে, ডোমেইন এভেইলাবিলিটি দেখে ফেসবুক পেজের নাম সিলেক্ট করবেন।
পেজের নাম অবশ্যই এমন করবেন যেন আপনার নিশ টা সেখানে উল্লেখ থাকে।
সুন্দর প্রেজেন্টেবল লোগো,ব্যানার ও অন্যান্য সব ডিজাইন করবেন যেন মানুষ আপক্নার ডিজাইন দেখে আবার রিপিট লুক দেয়।
এবাউট সেকশন করবেন নিট এন্ড ক্লিন এবং সেখানে ইউজার নেম অবশ্যই পেজের সাথে মিল রেখে করবেন,নইলে সার্চে পাওয়া যাবেনা আপনার পেজটা।
দিনে তিনটা পোস্ট করতে চেষ্টা করবেন এবং একইসাথে মাথায় রাখবেন- সপ্তাহে তিনটি ভিডিও প্রেজেন্টেশন দিতে চেষ্টা করবেন (ভ্লগ পেজ হলে) অন্যথায় মাসে ৩/৪ টা দিলেই হবে।
পেজে প্রডাক্ট বেইজ মিনিমাম ১০-১৫ টি পোস্ট থাকাতে পরে টার্গেটেড লাইক ও বুস্ট করবেন।
সস্তায় আস্থা রাখার আগে ভাববেন,সবটাই হারাচ্ছেন না তো?