যেভাবে একটা ফেসবুক পেজ দিয়ে কাজ শুরু করবেন।

আপনি অনলাইনে বা এফ-কমার্সে বিজনেস করতে চাইলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলেই কাজ করতে হবে।অনেকেই জানতে চান বিধায় আমি আজকে এটার একটা শর্ট নোট নিয়ে দিচ্ছি।
✅ যদি লং টার্ম বিজনেস করতে চান তাহলে, ডোমেইন এভেইলাবিলিটি দেখে ফেসবুক পেজের নাম সিলেক্ট করবেন।
✅ পেজের নাম অবশ্যই এমন করবেন যেন আপনার নিশ টা সেখানে উল্লেখ থাকে।
✅ পেজে অবশ্যই প্রোডাক্ট ক্যাটাগরি সঠিকভাবে সিলেকশন করবেন।
✅ পেজের বায়োতে অবশ্যই আপনার বিজনেস রিপ্রেজেন্ট করবেন এবং টার্গেট রিলেটেড দিবেন বায়ো।
✅ ফেসবুক পেজ অবশ্যই SEO Friendly করতে চেষ্টা করবেন।
✅ সুন্দর প্রেজেন্টেবল লোগো,ব্যানার ও অন্যান্য সব ডিজাইন করবেন যেন মানুষ আপক্নার ডিজাইন দেখে আবার রিপিট লুক দেয়।
✅ এবাউট সেকশন করবেন নিট এন্ড ক্লিন এবং সেখানে ইউজার নেম অবশ্যই পেজের সাথে মিল রেখে করবেন,নইলে সার্চে পাওয়া যাবেনা আপনার পেজটা।
✅ দিনে তিনটা পোস্ট করতে চেষ্টা করবেন এবং একইসাথে মাথায় রাখবেন- সপ্তাহে তিনটি ভিডিও প্রেজেন্টেশন দিতে চেষ্টা করবেন (ভ্লগ পেজ হলে) অন্যথায় মাসে ৩/৪ টা দিলেই হবে।
✅ পেজে প্রডাক্ট বেইজ মিনিমাম ১০-১৫ টি পোস্ট থাকাতে পরে টার্গেটেড লাইক ও বুস্ট করবেন।
✅ সস্তায় আস্থা রাখার আগে ভাববেন,সবটাই হারাচ্ছেন না তো?
✅ অবশ্যই এক্সপার্ট কারো কন্সাল্টেন্সি নিয়ে তবেই আগাবেন স্টেপ বাই স্টেপ।
✅ প্রপার ফেসবুক মার্কেটিং করবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *