যেভাবে নির্বাচন করবেন আপনার ব্যাবসার নাম

যেকোন বিজনেস বা উদ্যোগের শুরুতেই যে সমস্যা গুলি আমরা বেশিরভাগ সময় ফেস করে থাকি তার
একটি হলো নাম নির্বাচন, আর এজন্য আমি আজকে আপনাদের কে জানাবো কোন কোন দিক খেয়াল
রাখলে আপনি এই নাম নির্বাচনের ঝামেলা থেকে পরিত্রান পেতে পারেন এবং পেতে পারেন একটি ইউনিক নাম।
১। ব্যবসায়ের জন্য কঠিন বানানের নাম এড়িয়ে যান
আপনার নির্বাচিত নাম যেন সহজেই বানান করা যায় সেদিকে খেয়াল করতে হবে।
আপনি অবশ্যই চাইবেন না যে সম্ভাব্য গ্রাহকরা আপনার ব্যবসাকে অনলাইনে খুঁজে
পেতে কোন প্রকার হ্যাসেল সহ্য করুক। আসলে এই ক্ষেত্রে নিজেকে দিয়ে ভাবুন, আপনি কোন সমস্যা সহ কি নাম খুঁজে নিতে চাইতেন?
২। ব্যবসার জন্য সহজ ও ছোট নাম নির্বাচন করুন
খুব দীর্ঘ বা জটিল এমন নাম নির্বাচন করবেন না, কেননা উচ্চারনে সমস্যা হয় এমন নাম না নেয়া ভালো।
আবার আপনি যদি নাম রাখেন অনেক বড় তাহলে সেটাকে এস ই ও র্যাংক করানো কঠিন হয়ে যাবে।
একই সাথে ই-কমার্সে রিচ না হলে আপনার বিজনেস প্রোমোট করা ও কঠিন হয়ে যাবে।
আপনার ব্যবসায়ের নাম আপনার গ্রাহকদের পছন্দসই হচ্ছে কিনা তা বুজতে হবে।
আপনার গ্রাহকের দৃষ্টিকোন থেকে ব্যবসার নামটি নির্বাচন করা উচিত।
কয়েকটি নাম ঠিক করে সম্ভাব্য গ্রাহক, পরিবারের সদস্য, ও বন্ধু বান্ধবদের মতামত নিতে পারেন।
৩। প্রতিযোগীদের কপি করে নাম রাখবেন না
আপনি যদি দীর্ঘ সময়ের জন্য ব্যবসা করতে চান এবং নিজের ব্র্যান্ড বাজারে প্রতিষ্ঠা করতে চান তবে
ভুল করেও প্রতিযোগীদের কপি করে নাম রাখবেন না।এতে আপনার ব্যবসাটি ভালো পণ্য বা সেবা দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এর কারন জনপ্রিয় ব্র্যান্ডের সাথে মিল রেখে নাম রাখলে গ্রাহক আপনার পণ্যকে নকল ভাবতে পারে এবং আপনার ব্যবসা থেকে তারা মুখ ঘুরিয়ে নিবে।
৪। নিজের নাম ব্যবহার করা যথাসম্ভব ড়িয়ে চলুন
আপনি যদি কোনও প্রতিষ্ঠিত ব্র্যান্ড না হন তবে নিজের নাম ব্যবহার করা এড়িয়ে চলুন।
এমনকি যদি ভবিষ্যতে আপনার ব্যবসাটি বিক্রি করতে চান বা ব্যবসাটি বড় করতে চান
তবে এটি সমস্যার কারণ হতে পারে।তবে হ্যাঁ বিজনেস বড় করার পরে সাধারনত কেউ বেঁচে দেন না এজন্য নিজের নাম ছোট হলে রাখা যায়।
৫। নামটি আকর্ষণীয় কিনা তা মূল্যায়ন করুন
ব্যবসার নাম নির্বাচন করার সময় নামটি আকর্ষণীয় কিনা তা মূল্যায়ন করতে হবে।
স্বাভাবিক ভাবেই আপনি আপনার ব্যবসায়ের জন্য বিরক্তিকর নাম পছন্দ করবেন না।
এছাড়া হাঁসি মশকরা করা যায় এমন নাম নির্বাচন করা ঠিক হবে না।
মূল কথা ব্যবসার নামটি যেন সহজে উচ্চারন করা যায়, বানান লিখতে বেশী কাঠখড় পোড়াতে হবে না
এবং গ্রাহকের মনে থাকবে এমন নামই ব্যবসাকে সফল করে।
৬। Domain Name খালি আছে কিনা তা দেখতে হবে
ব্যবসার সাথে মিল রেখে আপনার একটি ওয়েবসাইট খুলতে হবে এবং
এ জন্য আপনি যেই ব্যবসার নাম নির্বাচন করবেন সেই নামে একটি ডোমেইন কিনতে হবে।
তাই ডোমেইন খালি না থাকলে সেই নাম এড়িয়ে যাবেন। ব্যাবসা বড় করতে ইচ্ছা আছে সবার ই আর
তারমানে আপনাকে আসতেই সবে ই-কমার্স ইন্ডাষ্ট্রিতে।এজন্য ডোমেইন আপনার লাগবেই।
এখানে আলোচনা অনেক এসে যেতে পারে তাই বিস্তারিত জানতে আমার ডোমেইন সম্পর্কে লেখা গুলি পড়ুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *