Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
# **যেভাবে ফেসবুকের এলগরিদম মেনে পোস্ট করলে বেশি রিচ পাওয়া যাবে **
**ট্রেন্ডিং বা চলমান টপিকগুলোর পোস্ট করুন**
ট্রেন্ডিং বা চলমান টপিকগুলোর পোস্ট বেশি রিচ হয়। সেক্ষেত্রে হ্যাশট্যাগ একটি কার্যকর ইন্ডিকেটর হিসেবে ব্যবহৃত হয়।এই গ্রুপেই হ্যাশট্যাগ নিয়ে আমার লেখা আছে, আপনারা চাইলেই সেটা পড়ে নিতে পারেন সার্চ করে।
**সেই সময়ে পোস্ট করুন যখন আপনার ব্যবহারকারীরা অনলাইনে বেশি একটিভ**
যেমন ধরুন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি ফেসবুকে একটিভ থাকে তাই তখন পোস্ট করলে পোস্টের রিচ বেড়ে যাবে।
কিন্তু আপনার পোস্টটি যদি B2B (বিজনেস টু বিজনেস) হয় তাহলে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টার মধ্যে পোস্ট করা ভালো। কারন এই সময়ে সব ব্যবসায় প্রতিষ্ঠান খোলা থাকে।
তবে বন্ধের দিন এই হিসাব চলেনা।
**এমন কন্টেন্ট কখনও পোস্ট করবেন না যা আপনাকে নিচে নামবে**
* পোস্টের টাইটেলের সাথে পোস্টের লিংকের কোন মিল নেই, এমন পোস্ট ফেসবুকের রিচ কমিয়ে দেয়।
* বর্ডারলাইন কন্টেন্ট ( যেসব কন্টেন্ট আক্রমনাত্বক যদিও ফেসবুকে নিষিদ্ধ নয়) রিচ কমিয়ে দিবে।
* ভুল তথ্য এবং ভুয়া নিউজ রিচ কমিয়ে দিবে।
**হাই কোয়ালিটি ভিডিও এবং ৩ মিনিটের বেশি ভিডিও পোস্ট করুন**
* ব্যবহারকারীরা সার্চ করে এমন ভিডিও পোস্ট করুন।
* ভিডিও যেন অন্তত ৩ মিনিট হয়ে খেয়াল রাখুন।
* অন্য কারো পোস্ট করা ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকুন তবে রিচ বেশি হবে
**ধারাবাহিকভাবে নিয়মিত পোস্ট করুন**
অনেকেই দেখা যায় ফেসবুক পেজে কখনো খুব বেশি পোস্ট করেন আবার কিছুদিন ইনএকটিভ হয়ে যান। সেক্ষত্রে আপনাকে নিয়মিত ও ধারাহাবিকভাবে পোস্ট করতে হবে। খুব বেশি বেশি পোস্ট করতে হবে ব্যপারটা এমন নয় তবে পোস্টের দীর্ঘবিরতি দেয়া উচিত নয়।এমন হলে রিচ এমনিই থাকেনা।
**প্রাসঙ্গিক গ্রুপে একটিভ থাকুন**
ফেসবুকের গ্রুপের রিচ অনেক বেশি হয়, সেক্ষত্রে প্রাসঙ্গিক গ্রুপে পোস্ট করা ও গ্রাহকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া যায়।
**অডিয়েন্সের পছন্দ অনুযায়ী পোস্ট করুন**
সেই বিষয়গুলোতে পোস্ট করুন যা অডিয়েন্স সাবলীলভাবে লাইক-কমেন্ট-শেয়ার করে থাকে। গ্রাহকদের সাবলীল অংশগ্রহণ আপনার রিচ বহুগুণে বাড়িয়ে দিবে।
**বুস্ট করার আগে অবশ্যই কোন এক্সপার্ট দিয়ে সবকিছু চেক করে নিবেন।**