ফেসবুকে বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদের অনেক বড় সমস্যার একটি হল- আমরা ফেসবুকে বিজ্ঞাপন মানেই বুঝি রিচ ও এঙ্গগেজমেনেট, অনেকেই আমাকে বলে থাকেন রিচ না হলে বিক্রি কিভাবে হবে?
কথাটা ফেলে দেবার মত নয় তবে,এই ক্ষেত্রে রিচ অবশ্যই গুরুত্বপূর্ণ হলেও সেটা যেন ঠিক জায়গা মত হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে।এবারে আসা যাক- আমরা আসলে সঠিকভাবে রিচ করে কিভাবে আমাদের পন্যের সেল বৃদ্ধি করবো?
আমাদের যে ভুল-
আপনিই চিন্তা করুন,তবেই উত্তর পেয়ে যাবেন আশা করি। আপনার প্রোডাক্ট বাংলাদেশের মানুষ কিনবে, কিন্তু আপনি যদি লোকেশনে বাংলাদেশের সাথে ভারতও দিয়ে রাখেন,এতে করে রিচ অনেক হলেও সেল কি আসলেই হবে?
আবার দেখুন, আপনার পন্যের মুলত ক্রেতার বয়স হলো- ১৮ থেকে ৪৫ আপনি দিয়ে রাখলেন ১৮-৬৫ তাহলে ও কি অ্যাড ঠিক মত কাজ করবে?
এই উত্তর নিশ্চয়ই এখন আপনার নিজের কাছেই রয়েছে।
ফেসবুকে বিজ্ঞাপন দেবার ক্ষেত্রে- বুষ্টিং ফিচারের মধ্যে চমৎকার একটা ফিচার হচ্ছে “Look alike audience” যার মাধ্যমে আপনি একদম ঠিক জায়গা মত আপনার টার্গেট কাষ্টমারের কাছে পৌছতে পারবেন এটা আশা করাই যায়।
এই “Look alike audience” কি? এর সুবিধা কি কি? এইগুলি নিয়ে জানতে চেয়েছে আমার বন্ধু Afifa Jhumu।আজকের কন্টেন্ট মুলত ঝুমুর জন্যই করা।এটা শুধু ঝুমুকে জানাতে পারতাম তবে ভাবলাম এটা লিখলে উপকার সকলেরই হবে।