যেকোন উপস্থাপনের ক্ষেত্রে কন্টেন্ট ই মুল ভুমিকা পালন করে আর আমাদের সকলের সাথে সকলের ইন্টার একশনের জন্য প্রধান হাতিয়ার ই হলো কন্টেন্ট।
আর আমাদের ৯০% বা তার চেয়ে বেশি উদ্যোক্তার মুল সমস্যাই হলো কন্টেন্ট রাইটিং। তার কারন টা ও স্পষ্ট কেননা আমাদের আসলে অনেকের ই ধারনা নাই যে কিভাবে একটি কমপ্লিট কন্টেন্ট লিখতে হয়।
আমি আমার দিক থেকে আমার অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে একটি ধারনা দেবার চেষ্টা করছি-
১. বিষয় বস্তু নির্ধারণ।
২. রিসার্চ।
৩. বেশি বেশি পড়ুন।
৪. ভাষার উপর ভালো দক্ষতা।
৫. টাইমিং সেন্স.
৬. সিম্পল আর্টিকেল
৭. প্যারা ছোট ছোট করতে হবে
৮. শান্ত পরিবেশে লিখতে হবে
৯. এক বসায় আর্টিকেল না লেখার চাপ না নেয়া ভালো
১০. ষ্টোরি টেলিং করুন
১১. অপ্রাসঙ্গিক কোন কিছু লিখা যাবে না
১২. আর্টিকেলে টাইটেল ও সাবটাইটেল ব্যবহার করা
১৩. ইউনিক আর্টিকেল
১৪. রিভিশন
১৫. কোয়ালিটি মেজার করা
১৬. অন্যের মতামত নেয়া
১৭. আর্টিকেলে রিলেটেড ইমেজের ব্যবহার
১৮. মোটিভেশনাল টপিক দেয়া
১৯. নিজের পরিচয়
২০. সাবমিট