এই সময়ে সকলেই হয়তো ডিনার টা সেরে বিছানায় পিঠ দিয়ে বিজনেস প্ল্যান ঠিক করছেন কিংবা অনেকেই হয়তো জ্ঞান অর্জন করে ব্যাবসা শুরুর প্রক্রিয়া শুরু করবেন বলে ভাবছেন।
তাহলে আমার এই আর্টিকেল আপনাদের জন্য ই।
আসুন জেনে নিই যারা ব্যাবসা শুরু করতে চাইছি নতুন কিংবা যারা শুরু করেছি কিন্তু সফলতা ধরা দিচ্ছে না তারা কি কি ভূল করেছি বা কোন কোন দিকে নজর দিতে ভূলে গেছি দেখে নিতে পারি।
প্রথম ধাপ- নাম
আপনি যদি ব্যাবসা করতে চান বা উদ্যোক্তা হতেই চান তাহলে আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো নাম নির্বাচন করা।
কীভাবে করবেন বা কোন দিকে লক্ষ্য রেখে করবেন?
আপনার প্রোডাক্ট কে ঐ নাম টি প্রেজেন্ট করছে কিনা?
আপিনার সার্ভিস কে ঐ নাম টি প্রেজেন্ট করছে কিনা?
আপনার বিজনেস কে প্রেজেন্ট করছে কিনা?
নাম টি ইউনিক হচ্ছে কিনা?
ইউনিক বানাতে গিয়ে বড় করে ফেলছেন কিনা? কারন নাম ছোট করার চিন্তা করতে হবে।
নাম টি ফেসবুক পেইজে এবং ডোমেইনে এভেইলাবল কিনা?
দ্বিতীয় ধাপ- লগো
নাম নির্বাচনের পরের ধাপ হলো লগো। আপনার ব্যাবসার মুল মুলধন হলো লগো এবং ডোমেইন।
লগো কতটা গুরুত্বপূর্ন সেটা জানতে আমার ছবিতে ক্লিক করে সব পর্ব গুলি পড়ে নেন।তাই লগো বানাতে টাকা নিয়ে দরকষাকষি করবেন না।
ওমুক এত টাকায় বানায় আপনি কেন এত চাইছেন?
ভাবুন আপনার পন্যের বেলায় কেউ বললে আপনি কি বলেন?
জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি ই হয়।
তৃতীয় ধাপ- ডোমেইন
তৃতীয় ধাপ হলো ডোমেইন ।কারন এটা আপনার ব্যাবসা কে এফ কমার্স থেকে ই কমার্সের দিকে ধাবিত করতে প্রধান হাতিয়ার হিসাবে কাজ করবে।
ডোমেইন যে কতটা গুরুত্বপূর্ন তা নিয়ে আমি একটা পোষ্ট করবো।
তবে এইটুকু জেনে রাখুন ডোমেইন ছাড়া ই-কমার্সে যেতে পারবেন না।
তাই এটা কেনার আগে সার্ভার ব্যাকাপ কেমন?
কোন সার্ভারে কাজ করে এই সব বিবেচনা করুন।
প্রকৃত কথায় যারা জানেন ও অভিজ্ঞ তাদের পরামর্শ নিন।
পোষ্ট শুধু পড়লেই হবে না,ভালো ভালো পোষ্ট পড়তে বসে একটি ডায়েরি আর একটা কলম নিয়ে বসেন।
হট টপিক বা হাইলাইটেড পার্ট গুলি মার্ক করে রাখুন।