আমি একটা পোস্টে বলেছিলাম যে, যেসকল কাজগুলি আপনার সময়কে নষ্ট করছে সেগুলি লিস্ট করুন,এটিকে অনেকেই গুরুত্বের সাথে নিবেন না জানি আবার দু’একজন গুরুত্ব দিয়েই নিবেন বলে মনে করছি তাই আমি একটা তালিকা দিচ্ছি,আপনি মিলিয়ে নিতে পারেন।
1. Mindless Scrolling – ফেসবুকে ইউজলেস স্ক্রলিং করে আমরা আমাদের সময়কে নষ্ট করছি অনেক এবং সেটা কখনো কখনো ঘন্টার অওর ঘন্টা।
2. Lack of organizations – নিজের কাজের জিনিসগুলি গুছিয়ে না রাখা। অগোছালো হবার কারনে কম্পিউটার ফোল্ডার থেকে ফাইল খুঁজে বের করা কিংবা নিজের কাজের জিনিসগুলিকে টেবিলে না পাওয়া,সবদিকেই সময়ের অপচয় হয় অনেক।
3. No visual plan – যারা প্ল্যানমাফিক কাজ করেনা,তাদের অবস্থা মুলত- লক্ষ্য ছাড়া সমুদ্রের পানিতে কলার ভেলা নিয়ে নেমে পড়ার মতই।আপনি যদি আপনার কাজের একটা প্ল্যান বানিয়ে নেন,তাহলে দেখবেন যে সেই অনুযায়ী কাজ করলে সময় বেঁচে যাচ্ছে।
4. Allowing Distructions – মোবাইলের ম্যাসেজ, নোটিফিকেশন অন রেখে কাজ করতে গেলে কাজের কোন দিশা খুঁজে পাওয়া যাবেনা।কারন- সব সময় একটা না একটা জিনিস এসে আপনার মনোযোগ নষ্ট করে দিবে।
5. Multitasking – একসাথে, একই সময়ে অনেক কাজ করতে যাওয়া। এটা করলে কোন কাজই টাইম মেনে হয়না।
6. No batching task – স্লট ধরে ধরে কাজ করা।মুলত আমার যে টু ডু লিস্ট আছে,সেটা দেখে লিস্ট অনুযায়ী একটার পর একটা কাজ করে যাওয়া।যদি এভাবে কাজ না করেন তাহলে সময়ের অপচয় হবে।