যেসকল কারনে আর্থিক স্বচ্ছলতায় অন্যদের চেয়ে পিছিয়ে থাকবেন আপনি -(পর্ব-০৮)

Latest Technology এর চক্করে খসে যাচ্ছে অর্থ,দিনশেষে আমি আর আপনি হয়তো আসলেই ব্যার্থ ✅
বর্তমান যুগে চলতে গেলে অবশ্যই টেকনোলজি সম্পর্কে জানা এবং তা ব্যবহার করার প্রয়োজন আছে। কিন্তু তাই বলে নতুন কোনও গেজেট বাজারে আসলেই তা কিনতে হবে – এমন কোনও কথা নেই।এই চিন্তা অনেকের মাঝেই বিরাজ করে।
নতুন ফোন বা এই ধরনের গেজেট আসলেই যারা কেনে, তারা আসলে টাকা নষ্ট করে। একদম বাধ্য না হলে এগুলো কেনার কোনও দরকারই নেই। বিশেষ করে যারা লোক দেখানোর জন্য এগুলো কেনে – তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকার।চাইলে আলো জ্বালাতে আপনি হ্যালোজেন জ্বালাতে পারেন।
ওয়ারেন বাফেট স্মার্টফোনের যুগেও তাঁর পুরনো নোকিয়া ফোনটি অনেকদিন ব্যবহার করেছেন। কারণ অপ্রয়োজনে তিনি টাকা খরচ করেন না।আমিও আমার ২০১৬ তে কেনা SAMSUNG এখনো ব্যাবহার করি অবশ্য আমি বরাবরই এমন।
টেক কোম্পানীগুলো অন্তত ৩ থেকে ৫টি ভার্সন রেডি করে তারপর নতুন পন্য বাজারে ছাড়ে। তারা একটু একটু করে সেগুলো তাদের নতুন ডিভাইসগুলোতে দেয় – যাতে মানুষের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নেয়া যায়।
আপনি কি মনে করেন একটি ফোনের ২০১৯ ভার্সনের টেকনোলজি ২০১৮ ভার্সন ছাড়ার সময়ে কোম্পানীর হাতে ছিল না?
এগুলো কবে ছাড়বে, সেটা তাদের হিসাব করাই থাকে। মানুষের আবেগ আর বোকামীর সুযোগ নিয়ে তারা বিলিয়ন ডলারের ব্যবসা করে। অনেকেই নতুন ডিভাইস কেনার পর বুঝতে পারে যে শুধু মডেলে একটু পরিবর্তন ছাড়া আর কিছুই করা হয়নি। তখন আফসোস হয় যে, শুধু শুধু কতগুলো টাকা বের হয়ে গেল।
আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, তবে এই ফাঁদে পা দেবেন না। নতুন ডিভাইস শুধু প্রয়োজনের খাতিরেই কিনবেন, বিলাসের খাতিরে নয়।এখানে অবশ্য সকলেই বুদ্ধিমান।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *