যে কয়েকটি প্রধান কারণে নতুন উদ্যোগ বা স্টার্টআপ ব্যর্থ হয়

পরিসংখ্যান অনুযায়ী, ১০০টি নতুন ব্যবসার উদ্যোগের মধ্যে মাত্র ১০টি সফল হয়। আবার এই ১০টির মধ্যে ৯টিই ৫ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। – কখনও কি ভেবে দেখেছেন, কেন এমন হয়?
“The Entrepreneurial Culture, 23 Ways to Engage & Empower Your People” একটি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বই। বইয়ের লেখক দুইজন। মাইকেল হলিহার্ন ও বনি হার্ভে। এই দুইজন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় একটি পানীয় কোম্পানী “বেয়ারফুট ওয়াইন” এর প্রতিষ্ঠাতা।
এই দুইজনের গবেষণা থেকেই উঠে এসেছে নিচের কারন গুলি। চলুন জেনে নিই আমরা-
✅ যথেষ্ঠ পরীক্ষা নীরিক্ষা না করা (তাড়াহুড়া করা)
✅ টিম মেম্বারদের মাঝে বোঝাপড়ার অভাব
✅ লক্ষ্যে অটল না থাকতে পারা ও ধৈর্য্যের অভাব
✅ লোভ
✅ পরিকল্পনা ও হিসাব রক্ষণের অভাব:
✅ ভুল স্বীকার না করা

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *