যে তিনটা কারনে আপনি পিছিয়ে আছেন- ১. সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। ২. যেকোন সিধান্ত নেবার আগে অনেক বেশি ভাবেন। ৩. শুরু করার প্ল্যান করেন কিন্তু শুরু করেন না। এত হাসি দিয়ে এত কিউট একটা ছেলে এই কথাগুলি বলে তাও আপনারা শিখেন না।আপনাদেরকে আমি আর কোনভাবেই কিউট বলতে পারলাম না।