যে নামে ব্যবসা করছেন,সেটার বৈধ্যতা আছে তো?

অনলাইন বিজনেসের প্রথম ধাপই হলো- নামকরন করা।আর এই নামকরনের সময়েই দেখতে হয় ডোমেইন ফ্রী আছে কিনা?
ডোমেইন ফ্রী থাকলে সেটির রেজিষ্ট্রেশন করতে হয়,তারপরে অন্য কাজে হাত দিতে হয়।
কেন এমন করতে হয় জানেন?
ধরুন আমার সাধের নামটা দিয়েই আমি পেজ খুললাম, লোগো বানাইলাম ও ডেকোরেশন করলাম।আমার ব্যাগ,বিজনেস কার্ড আর ক্যাশ মেমো সব করে ফেললাম।
এরপরে দেখলাম যে, এই নামটাই আর আমি ব্যবহার করতে পারবোনা,কারন হলো- অন্য কেউ এই নামের মালিকানা নিয়ে ফেলেছে।
এমনটা কল্পনা করলেও কষ্ট পাবেন তাই সমাধান হলো- ডোমেইন কিনে ফেলা।
CEO & Founder হবার আগে, ভাবতে হবে আমি কি আমার উদ্যোগ কিংবা আমার বিজনেসের জন্য মাসে ১০০-২০০/- টাকা খরচের একটা দ্বায়িত্ব নিতে সক্ষম নই?
যদি উত্তর হয়, নাহ‼️
তাহলে আপনার উচিত কাজ বন্ধ করে দেয়া, কারন- আপনি নিজেই কনফিডেন্ট না।
আর যদি উত্তর হয়, হ্যাঁ🔥
তাহলে যোগাযোগ করুন,নিম্নের সবার মত করে।আর কিনে নিন আপনার উদ্যোগের ডোমেইন।
ডোমেইন কিনতে কি কি লাগে?
✅ আপনার নাম (মালিক)
✅ ডোমেইনের নাম ( আপনার উদ্যোগের নাম)
✅ মোবাইল নাম্বার (যেটার মাধ্যমে কনফার্ম করবেন)
✅ ইমেল এড্রেস (যেটাতে আপনার সকল ডকুমেন্টস পাবেন)
✅ আপনার ঠিকানা (ডাটাবেজে থাকবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *