আপনি কী মনে করেন সাফল্য মানে কাড়ি কাড়ি টাকা উপার্জন করা? যদি তাই হয়, তাহলে আরেকবার ভাবুন।
আমরা প্রতিদিন যা কাজ করি তার সবকিছু কি আমরা উপভোগ করি? আর আমরা যদি সুখীই না হতে পারি তাহলে আমরা সফল হব কী করে? অনেক টাকা উপার্জন এবং এই টাকা দিয়ে এটা সেটা কিনলেই পরিস্থিতির উন্নতি হবে না। ধরুন আপনি একটি নতুন গাড়ি কিনলেন, সেই গাড়ি নিয়ে একদিন-দুইদিন আপনি মাতামাতি করবেন, তারপর কী? বিলাসবহুল বস্তুর মালিকানার আনন্দ ক্ষণস্থায়ী হয়।
আপনি অন্যের সাথে যে সম্পর্ক তৈরি করছেন তার মান এবং প্রতিদিন আপনি যেসব আবেগের মুখোমুখি হচ্ছেন সেখান থেকেই সত্যিকারের সাফল্য আসে। আর তাই এই ১০টি প্রশ্নও বেশ ফলপ্রসু হতে পারে-
দিন শেষে নিয়মিত এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করুন এবং সাফল্যের পথে নিজেকে এগিয়ে রাখুন। প্রশ্নগুলো হলঃ
১. যাদেরকে আপনি ভালবাসি তাদের প্রতি আপনি কি আপনার ভালবাসা ব্যক্ত করেছেন?
২. পৃথিবীর জন্য ভাল হবে এমন কোন কাজ কী আপনি আজকে করেছেন?
৩. আপনি কী আপনার দেহকে আরো ফ্লেক্সিবল ও প্রাণোচ্ছ্বল করে তোলার চেষ্টা করেছেন?
৪. ভবিষ্যতের পরিকল্পনাগুলো কী আপনি পর্যবেক্ষণ করে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন?
৫. প্রকাশ্যে আপনি যে সততা দেখান, সেই একই সততা কী আপনি আপনার ব্যক্তি জীবনে প্রয়োগ করেছেন?
৬. অন্যকে আঘাত দেওয়ার মত কথা এবং কাজগুলো কী আপনি এড়িয়ে চলতে পেরেছেন?
৭. আপনি কী উল্লেখযোগ্য কোনকিছু অর্জন করতে পেরেছেন?
৮. আপনি কী কোন দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করেছেন?
৯. আপনি কী সুন্দর কোন স্মৃতি ধারণ করতে পেরেছেন?
১০. অমূল্য এই জীবনে আপনি যে বেঁচে আছেন তার জন্য কী আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন?
ব্যাপারটি হল, প্রতিদিন আপনি যে প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করবেন সেগুলো আপনার মনযোগকে সংহত করবে এবং আপনার মনযোগের ফলে আপনি ভাল ফলাফল পাবেন। আপনার জন্য কোন জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা এই প্রশ্নগুলো আপনাকে খুঁজে বের করতে সাহায্য করবে এবং আপনি সঠিক কাজটি করার জন্য প্রস্তুত থাকবেন।