যে ভুল শিক্ষার জন্য উদ্যোক্তা হতে বাধা আসে

বৃটিশ গোষ্ঠী আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়েছে কিন্তু আমরা আজও তা

অনুভব করতে পারিনি। বাঙালীর হাতে চায়ের কাপ তুলে দিয়ে

নিজেদের ব্যবসাকে সে সময় করেছিল সমৃদ্ধ, এই বৃটিশ গোষ্ঠী।

নীল চাষে বাংলার কৃষকদের বাধ্য করে মসলিন কারিগরদের সমৃদ্ধ ব্যবসার ইতি টানতেও বাধ্য করেছিল তারা।

বৃটিশরা নিজেরা ব্যবসায়িক সফলতার শীর্ষে থাকলেও তারা এ বাংলার মানুষের মনে দাসত্বটা ঢুকিয়ে দিয়ে গেছে

তারা বাঙালীর মনে খুব ভালভাবে ঢুকিয়ে দিয়ে গেছে যে চাকুরীতেই সম্মান আর নিশ্চয়তা।আর আজও আমরা সেই শৃঙ্খল ভাঙতে পারিনি ।

নিজেকে তাই চাকর ভেবে নয় বরং এর শ্রুতিমধুর উচ্চারন চাকুরীর মধ্যে আটকে রেখেছি নিজেদের কে।

সেই বৃত্ত থেকে নিজেকে বের করে আনতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে নিজের স্বকীয়তাকে।
প্ররিশ্রম আর মেধার সমন্বয় করতে হবে ছাত্র জীবন থেকেই।

আপনি নিশ্চয় জানেন ছাত্র জীবনের সবচেয়ে গুরত্বপূর্ণ উক্তিটি।
“সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না”
তাহলে আপনি কেন ছাত্র অবস্থায় ব্যবসা করতে পারবেন না?
আপনি লেখাপড়া শেষ করবেন তারপর ব্যবসা করবেন ততদিনে আপনি আপনার জীবন থেকে কতটা বছর পিছিয়ে পড়বেন তা কি ভেবেছেন ?
যে সময়ে এসে পড়াশুনা শেষ করবেন ততদিনে আপনার ব্যবসায়িক জীবনে প্রতিষ্ঠাও তো পেয়ে যেতে পারেন।
তাহলে কি হবে সৌভিক ভাই?
সৌভিক- কি আর হবে? চলেন আমার অভিজ্ঞতা থেকে একজন উদ্যোক্তা হবার জন্য যা যা লাগে সেগুলি দেখে আসি।
আপনি প্রথমত সিদ্ধান্ত নিন –
  • আপনি কি শিক্ষা জীবন শেষে শিক্ষিত চাকর হবেন নাকি
নিজেই হবেন শিক্ষিত চাকরদের বস ?
  • আপনি পড়াশুনা করেন, কি ধরনের ব্যবসা করবেন পড়াশুনার পাশাপাশি ?
  • পড়াশুনার সাথে ব্যবসা করার টাইম কিভাবে ম্যানেজ করবেন?
আপনার পারিবারিক ভাবে কতটা সাপোর্ট পাবেন?

 পড়াশুনা আর ব্যবসা দুটো একসাথে কি করে করা সম্ভব?

এসব প্রশ্নের শৃঙ্খল থেকে বেরিয়ে আসুন। নিজেকে স্থির করুন। আপনার
দ্বারা দুটোই করা সম্ভব এই বিশ্বাস আনুন। প্ররিশ্রম আর মেধাকে কাজে লাগান।

লাজ লজ্জার মাথা খেয়ে কাজে নেমে পড়ুন।
আর ব্যবসার আয়কে ভবিষ্যতের বড় বিনিয়োগ করতে সঞ্চয় করুন। ছোট থেকে কিছু করার চেষ্টা করুন।

 

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *