Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
বৃটিশ গোষ্ঠী আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়েছে কিন্তু আমরা আজও তা
অনুভব করতে পারিনি। বাঙালীর হাতে চায়ের কাপ তুলে দিয়ে
নিজেদের ব্যবসাকে সে সময় করেছিল সমৃদ্ধ, এই বৃটিশ গোষ্ঠী।
নীল চাষে বাংলার কৃষকদের বাধ্য করে মসলিন কারিগরদের সমৃদ্ধ ব্যবসার ইতি টানতেও বাধ্য করেছিল তারা।
বৃটিশরা নিজেরা ব্যবসায়িক সফলতার শীর্ষে থাকলেও তারা এ বাংলার মানুষের মনে দাসত্বটা ঢুকিয়ে দিয়ে গেছে
তারা বাঙালীর মনে খুব ভালভাবে ঢুকিয়ে দিয়ে গেছে যে চাকুরীতেই সম্মান আর নিশ্চয়তা।আর আজও আমরা সেই শৃঙ্খল ভাঙতে পারিনি ।
নিজেকে তাই চাকর ভেবে নয় বরং এর শ্রুতিমধুর উচ্চারন চাকুরীর মধ্যে আটকে রেখেছি নিজেদের কে।
সেই বৃত্ত থেকে নিজেকে বের করে আনতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে নিজের স্বকীয়তাকে।
প্ররিশ্রম আর মেধার সমন্বয় করতে হবে ছাত্র জীবন থেকেই।
পড়াশুনা আর ব্যবসা দুটো একসাথে কি করে করা সম্ভব?
এসব প্রশ্নের শৃঙ্খল থেকে বেরিয়ে আসুন। নিজেকে স্থির করুন। আপনার
দ্বারা দুটোই করা সম্ভব এই বিশ্বাস আনুন। প্ররিশ্রম আর মেধাকে কাজে লাগান।
লাজ লজ্জার মাথা খেয়ে কাজে নেমে পড়ুন।
আর ব্যবসার আয়কে ভবিষ্যতের বড় বিনিয়োগ করতে সঞ্চয় করুন। ছোট থেকে কিছু করার চেষ্টা করুন।