যে লেখা আপনার সেল বাড়ায়

বই পড়ার ভক্ত যারা তারা ই যে শুধু লেখার ভক্ত তা কিন্তু নয়, বরং আমি আপনি আমরা সবাই ই ভালো লেখার ভক্ত।
এই কথায় খটকা লাগলো?
এইখানে প্রতিদিনে প্রচুর পোষ্ট হয় কিন্তু সব লেখা কি পাঠকের চোখে আগ্রহের সৃষ্টি করে?
সব লেখা কি পাঠকের কাছে সমান গুরুত্ব পায়?
প্রশ্ন গুলির উত্তর আপনার কাছে না ই হবে কারন সত্য এটাই যে মানুষ ভালো জিনিস ই চাইবে।
তাই যদি না হবে তাহলে, দেবদাস কিংবা টাইটানিক দেখে মানুষ চোখের জল ফেলতো না।
আবার ভীরজারা কিংবা কাল হো না হো দেখে মানুষ সত্যিকারের প্রেম খুঁজে ফিরতো না।
আবার সেই আমরাই কিন্তু মিঃবিন কিংবা থ্রি স্টুজেজ দেখে হাসি চরম মাত্রায়।
এই সকল ব্যাপার ছাড়াও আমরা কিন্তু হেসে ফেলি একটি ইমেজ দেখে আবার কান্না ও
করি একটা ইমেজ দেখেই।কিংবা হৃদয়ে অনুভব করি মমতা আর মায়া।
এই সব কিছুই কেন?
একটা ভিডিও কিংবা একটা ইমেজ কি এত ইমপ্যাক্ট ফেলে?
আসলেই ভিডিও বা ইনেজ গুলিকেই আমরা ভদ্র ভাবে ভালোবেসে নাম দিই কন্টেন্ট।
আপনাকে যে অনলাইনে ব্রান্ডিং, মার্কেটিং থেকে শুরু করে সব কিছু নিয়ে
এত পড়ালেখা আর এত রিসার্চ করতে হচ্ছে তার সব কিছুর মুলেই কিন্তু এই আদুরে কন্টেন্ট।
শুধু সেল পোষ্ট আপনার সফলতা বয়ে আনতে পারে না কখনো।
আর একটি ও সেল পোষ্ট ছাড়ায় ১৫ লক্ষ টাকার ট্রানজেকশন ঘটিয়ে ফেলা আমি নিজেই কিন্তু তার বড় প্রমান।
সেল নয়, মনযোগী হউন কন্টেন্ট রাইটিং এ আর নিজের জ্ঞানের পরিধির দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *