যে সকল কারনে আপনার ফেসবুক পেইজ হতে পারে Banned অথবা Restricted

১- আপনার ফেসবুক পেজের Role এ থাকা ব্যাক্তির আইডি।
আপনার পেজে আপনি হয়তো একন কাউকে এডমিন বা এডিটর বানিয়েছেন যে হয়তো জেনুইন না,
ফেক প্রোফাইল (ফেসবুকের কাছে এমন মনে হলে)।
মেইন অ্যাডমিন এর প্রোফাইল রিয়েল হলেও খেয়াল রাখতে হবে অন্য আইডি গুলি ও যেন রিয়েল হয়।
২- Facebook Community Rules Break- আপনার পেজের অ্যাডমিন অথবা এডিটর যদি ফেসবুকের রুলস ভঙ্গ করে,
ইভেন সেটা যদি তার নিজের প্রোফাইলও হয় তাহলে ও আপনার পেজে সেটা ইফেক্ট পড়তে পারে,
তাই এমন কাউকে অ্যাডমিন অথবা এডিটর করেন যাদের আপনি নিজে চিনেন, জানেন এবং যাদের আইডি রিয়েল, রিয়েল ছবি দেয়া, রিয়াল নাম দেয়া ইত্যাদি।
৩। Page Name- পেজের নাম ইউজারকে ভুল বোঝাতে পারে এরকম পেজের নাম দেয়া যাবে না,
তাই পেজ ওপেন করার সময় যে নাম দিয়েছিলেন অথবা পেজের নাম পরিবর্তন করলে সেটা মনে রাখতে হবে।
৪। Community Break Post- ফেসবুক কমিউনিটির বিরুদ্ধে যায় এমন পোষ্ট পেজে দেয়া যাবে না,
সেটা অ্যাড হোক কিংবা নরমাল যে কোন পোস্ট।
৫। Facebook Page Add Published- আপনার পেজে অ্যাড যদি বারবার ফেসবুকের অ্যাড পলিসির বিরুদ্ধে যায়
তাহলে আপনার পেজ অ্যাড দেয়া থেকে বিরত করা হবে অথবা অন্য কোন সার্ভিস থেকে ব্যান ও করা হতে পারে।
৬। Messenger Spam- আপনার মেসেঞ্জার যেন স্প্যামিং না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, একই ম্যাসেজ বারবার সবাইকে সেন্ড করা অথবা কোন লিংক কে বারনার সেন্ড করলে সেটাকে স্প্যামিং ধরা হতে পারে, এরকম কারনে অনেকে মেসেঞ্জার থেকে ম্যাসেজ ব্যান হয়ে যায়, কিছুদিন বা কিছু সময় পর্যন্ত কাউকে ম্যাসেজ সেন্ড করা যায়, আর বারবার হতে থাকলে সেটা আপনার পেজ ব্যানের কারন হতে পারে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *