যে সকল কারনে আপনার লক্ষ্য তাড়াতাড়ি পূরণ হচ্ছে না

 

আমরা সবাই চাই একটা সুন্দর, সফল জীবন। সবাই চাই নিজের চাওয়াটা শতভাগ পূর্ণ হোক। কিন্তু অনেক ক্ষেত্রেই তা হয়ে ওঠে না। কেন এমনটা হয়? – এমনই কিছু কারণ নিয়ে লেখা এই সিরিজ।
আমরা সব সময়েই নিজেদের কল্পনায় একটি অসাধারন জীবন দেখি। যে জীবনে আমরা যা চাই, সেটাই পাই। যেভাবে চাই, সেভাবেই পাই। কিন্তু বাস্তবে তা আর হয়ে ওঠে না। আমরা আমাদের আইডলদের জীবনী পড়ি, তাদের সাফল্যে অনুপ্রাণিত হই – আর বলি, “আমিও একদিন…”
কিন্তু সেই ‘একদিন’ আর আসে না। মনে মনে কল্পনা করা সেই রূপকথাটি অনেক ক্ষেত্রেই একটা সময়ে গিয়ে দু:স্বপ্নে পরিনত হয়, আর আপনি ডুবে যান, খাওয়া, টিভি/সিনেমা/খেলা দেখা, আড্ডা – এইসব অনর্থক কাজের মাঝে।
আমরা অনেক সময়ে আমাদের সবচেয়ে ভালোলাগার কাজটিও করতে চাইনা, কারন কিছু বিষয় আমাদের পেছনে টেনে রাখে। এমনকি যদিও আপনি জানেন যে আপনি জীবনে যা চান, তা অর্জন করতে হলে আপনাকে ঠিক কি করতে হবে – তার পরও আপনি সেই কাজটি করেন না। অনেক সময়ে এটা নিয়ে নিজের ওপর আপনার রাগ, ক্ষোভ বা হতাশাও সৃষ্টি হতে পারে। কারন আপনি মন থেকে চেয়েও নিজের স্বপ্নপূরণের জন্য কাজ করতে পারছেন না। কিন্তু তারচেয়েও বেশি হতাশার সৃষ্টি হয়, যখন আপনি বুঝতে পারেন না ঠিক কি কারনে আপনি পারছেন না। কোন জিনিসটি আপনাকে পেছনে টেনে রেখেছে।
মূলত ৩টি কারনে এই ব্যাপারটি বেশিরভাগ মানুষের সাথে ঘটে থাকে।আগামী পর্বে লিখবো সেই তিনটি কারনের একটিকে নিয়ে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *