আজকে আলোচনা করবো
লেটার মার্ক
লেটার মার্ক সাধারণত মনোগ্রাম লোগো নামে পরিচিত। এ ধরণের লোগোতে কোম্পানির নামের প্রথম অক্ষর কিংবা সংক্ষিপ্তকরণ করা হয়। যেমনটা আমরা ম্যাকডোনাল্ডস, এইচবিও, এইচপি, সিএনএন, বিবিসি ইত্যাদি কোম্পানির ক্ষেত্রে দেখে থাকি।
ম্যাকডোনাল্ডস তাদের কোম্পানির প্রথম অক্ষর এম দিয়ে লোগো তৈরি করে নিয়েছে। অপরদিকে সিএনএন কিংবা বিবিসি তাদের বিশাল আকারের কোম্পানি নাম পরিহার করে শুধুমাত্র প্রথম অক্ষর ব্যবহার করে লোগো তৈরি করেছে। আর এই ধরণের লোগোকে লেটার মার্ক লোগো বলা হয়।
লেটার মার্ক লোগো টাইপোগ্রাফি ভিত্তিক হলেও এখানে কেবল কোম্পানির নামের প্রথম অক্ষর বা সংক্ষিপ্ত রূপ বসে। এধরণের লোগো তৈরির ক্ষেত্রে বেশ সর্তক থাকতে হয়।
লেটার মার্ক লোগো কখন ব্যবহার করা উচিত:
আপনি যদি কোম্পানির নাম এবং ভিজুয়াল আইডেন্টিটি একসাথে ব্যবহার করতে চান কিন্তু আপনার কোম্পানির নাম বেশী লম্বা হয়ে থাকে। সেক্ষেত্রে এ ধরণের লোগো ব্যবহার করাই অধিক যুক্তিযুক্ত।
আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান যদি এমন হয়ে থাকে যেখানে সংক্ষিপ্ত নাম বেশী প্রচলিত।
লেটার মার্ক লোগো কখন ব্যবহার করা উচিত নয়:
আপনার কোম্পানি যদি নতুন হয় তবে এ ধরণের লোগো ব্যবহার না করাই ভাল।
যদি একান্তই করার ইচ্ছা হয়, তবে প্রথম দিকে লোগোর নিচের দিকে সম্পূর্ণ নাম দিয়ে দিতে পারেন। লগো ডিজাইনের পূর্বে সময় নিন।
আপনার ব্যাবসার মুল ইনভেষ্টমেন্ট কিন্তু এইই লগো যা সারা জীবনে একবার বহন করবেন।
তাই ফ্রী লগো, কপি লগো, ফ্রী সাইট পরিহার করায় শ্রেয়।