লেখাপড়ার গ্রুপে শুরু হচ্ছে একটিভিটি রিওয়ার্ড

 

আগামী জানুয়ারি, ২০২৩ থেকে এই গ্রুপে শুরু হচ্ছে আবারো একটিভিটির পুরষ্কার।নাহ, অন্তত গ্রুপের এডমিন বানিয়ে আর তেল বিনিময় করে কোন পুরষ্কার দেয়া হবেনা।

আপনারা অনেকেই জানেন যে, আপনারা এই গ্রুপে নানাবিধ বিজনেস রিলেটেড লেখাপড়া করে জ্ঞান অর্জন করে থাকেন,আর আমি আগামীতে আপনাদের সেই আগ্রহ টা বাড়িয়ে দিতে আপনাদের জন্য কিছু রিওয়ার্ড চালু করতে চলেছি।

জানুয়ারি ২০২৩ থেকে, গ্রুপের টপ ১০ জন কন্ট্রিবিউটর পাবেন নিচের সুবিধা গুলি-
নিজের উদ্যোগের একটা কভার ব্যানার
একটা ফ্রি ওয়ার্কশপ
একটা ফ্রি কাউন্সিলিং

এছাড়া আগামী মাস থেকে ঢাকাবাসির জন্য থাকবে একটা দারুন সুযোগ, এলাকাভিত্তিক একটা মাসিক মিটিং আমি নিজে উপস্থিত থেকে করবো ইনশাআল্লাহ।

শর্তসমুহ-
নিজেকে লেখাপড়াতে সিরিয়াস প্রমান করতে হবে
নিজে শিখবেন এবং অন্যদের শেখানোর ব্যবস্থা করবেন
শুধু গদবাধা পোষ্ট আর ধন্যবাদ,শুভকামনা,মাশ আল্লাহ, আলহামুলিলাহ কমেন্ট করে একটিভিটি প্রকাশ এলাউ না।

কাউন্টিং শুরু হবে ২৫-১২-২০২২ থেকে, যেন সবার কাজ করে দেবার জন্য আমি সব মাসেই ৫-৭ দিন সময় হাতে পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *