Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
এই প্রশ্নটার উত্তর আপনাদের মনপুত হবেনা,কারন লোগো কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমি লিখলেও আপনারা সেতা ফলো করেন না,আর এই ফলো না করার কারনেই-“ম্যাক্সিমাম সবার লোগো মুলত তাদের চোখের পছন্দে হয়েছে, কাজকে প্রেজেন্ট করে না।”
লোগো আসলে কেমন হওয়া উচিত-
কাজকে প্রেজেন্ট করে এমন
অনেক বেশি কালার হওয়া যাবেনা
ব্যাকগ্রাউন্ড কালার কে চিন্তা করে লোগো চয়েজ করা যাবেনা (ব্যাকগ্রাউন্ড আর লোগো আলাদা দুইটা অংশ)
আগেই ঠিক করতে হবে যে, আমি টাইপোগ্রাফি লোগো নিব নাকি আইকনিক নিব
চোখের পছন্দে অবশ্যই নিব কিন্তু সেটা যেন যৌক্তিক ও হয়
লোগো দেখেই যেন কাজ বোঝা যায় ও একটা প্রশান্তি আসে
সাদা ও কালো উভয় ব্যাকগ্রাউন্ডে যেন কালার টা ফুটে ওঠে এমন চিন্তাও করা উচিত
সিম্পল ও এলিগ্যান্ট চিন্তা করা উচিত
ক্রিয়েটিভ একটা চিন্তা আর সাথে একটা সুন্দর ট্যাগ লাইন যেন কাজকে প্রেজেন্ট করে এমন
এরবাইরে এক্সেপশনাল কিছু থাকবেই,তাইবলে সবটাই যেন এমন চোখের সঊন্দর্যে না হয়।এইটা দেখতে খুব সুন্দর কিন্তু কাজকে ফোকাস করেনা এমন কিছু যেন না হয়।লোগো সর্বোপরি মিনিংফুল হওয়া উচিত।